সাহিত্য ও সংস্কৃতি, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
  2018-02-27 10:47:21  cri
শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর

সেখানে পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের সাড়াজাগানো এই নায়িকা। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপূর এবং তাদের ছোট মেয়ে।

শিশু শিল্পী হিসেবে চার বছর বয়স থেকে অভিনয় শুরু করা শ্রীদেবী তামিল, তেলেগু, মালায়লাম, কানাড়া ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী। তিনি ছিলেন সেই বিরল অভিনেত্রীদের একজন, কোনো প্রতিষ্ঠিত নায়কের উপস্থিতি ছাড়াই যার সিনেমা বক্সঅফিসে ব্যবসাসফল হত।

১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্ম নেওয়া শ্রীদেবীর পারিবারিক নাম শ্রী আম্মা আয়াঙ্গার ইয়াপ্পান। শিশুশিল্পী হিসেবে তামিল ছবি 'থুনাইভান'য়ে তার অভিনয়ের শুরু।

প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে এই অভিনেত্রী খ্যাতি পান বেবি ডল নামে। মালায়ালাম সিনেমা 'পুমপাত্তা'তে অভিনয় করে পান কেরালার সেরা শিশুশিল্পীর পুরস্কার।

পাঁচ দশকের অভিনয় জীবনে ভারতের বিভিন্ন ভাষার দেড় শতাধিক চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন শ্রীদেবী। এর মধ্যে রয়েছে মিস্টার ইন্ডিয়া, লামহে, চাঁদনী, চালবাজ, নাগিনা ও সাদমার মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্র।

১৯৭৫ সালে সুপারহিট হিন্দি সিনেমা 'জুলি'তে নায়িকার ছোট বোনের চরিত্রে অভিনয় করে বলিউডের পরিচালকদের দৃষ্টি কাড়েন শ্রীদেবী। পরের বছরই তামিল সিনেমায় তাকে দেখা যায় নায়িকার চরিত্রে। কমল হাসান ও রজনীকান্তের মত অভিনেতাদের সঙ্গে তাঁর জুটি দর্শকপ্রিয়তা পায়।

বৈচিত্র্যময় এ অভিনয়শিল্পী ১৯৯৭ সালে জুদাই চলচ্চিত্রের মুক্তির পর বিরতি নেন। ২০১২ সালে চলচ্চিত্রে ফেরেন 'ইংলিশ ভিংলিশ' ছবির মাধ্যমে।

২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। অভিনয়ের জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচবার। ২০১৫ সালে পেয়েছেন ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড।

শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লন্ডনের মেয়র সাদিক খানসহ আরও অনেকে।

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনেও শোকাবহ পরিবেশ বিরাজ করছে। গুনী এই শিল্পীর অকাল প্রয়াণে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকি শোক প্রকাশ করেছেন।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শ্রীদেবীর দাহ অনুষ্ঠিত হবে।

কানাডার বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইলের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ মে টরেন্টোতে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশ ফেস্টিভ্যাল'।

আয়োজকরা জানিয়েছে, এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, ট্রেড শো'সহ নানা ধরনের আয়োজন থাকবে।

বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

কানাডা-বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন রচনা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবের উদ্বোধন করবেন কানাডার বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্টারিও'র ইমিগ্রেশন ও সিটিজেনশিপ মিনিস্টার ল্যরা এ্যালবেনিজ।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান।

ভারতের শিল্পীদের জন্য সম্মানজনক, ঐতিহ্যবাহী এই পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো অভিনেত্রী পেলেন এ পুরস্কার।

১৭ ফেব্রুয়ারি বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জয়া আহসান।

বলিউডের 'কাহানি' ছবির পরিচালক সুজয় ঘোষের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার পর জয়া তাঁর পুরস্কারটি উৎসর্গ করেন বাংলাদেশের নির্মাতাদের।

পুরস্কার প্রাপ্তির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন জয়া।

গত বছর মুক্তি পাওয়া 'বিসর্জন' ছবির জন্য বছরের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এ সম্মাননা পেয়েছেন তিনি

অনুষ্ঠানে জয়া জনপ্রিয় ও সমালোচক দুটি বিভাগেই শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত একটি পুরস্কার পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, জয়া আহসান এর আগেও শ্রেষ্ঠ নবাগতা এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দু'বার মনোনয়ন পেয়েছিলেন। তবে পুরস্কার পাননি।

এবার-ই প্রথম জয়ার হাতে পুরস্কার এসেছে। জয়া অভিনীত 'বিসর্জন' শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার সহ আসরের সবচেয়ে বেশি (৬টি) পুরস্কার জিতে নিয়েছে।

নব্বইয়ের দশকের সাড়াজাগানো ব্যান্ড 'মুখোশ'-এর তৃতীয় অ্যালবাম 'চেনামুখ'র প্রকাশ।

ঢাকার বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্তোরায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফিডব্যাক ব্যান্ডের ফুয়াদ নাসের বাবু, শাহনুর রহমান লুমিন, 'জলের গান'-এর রাহুল আনন্দ, শিল্পী সন্দীপন, দেবলীনা সুর, নন্দীনি হালদারসহ আরো অনেকে।

মহসীন- ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে অ্যালবামটি। এতে থাকছে মোট তিনটি গান।

১৯৯৭ সালে জন্ম নেয়া এই ব্যান্ড ২০০০ সালে বের করে তাদের প্রথম সেলফ টাইটেল্ড অ্যালবাম 'মুখোশ'। সাউন্ড ট্র্যাকের ব্যানারে বের হওয়া সেই অ্যালবাম বেশ জনপ্রিয়তা পায়।

এরপর দীর্ঘ ১৭ বছর আড়ালে থাকা ব্যান্ডটি নিরবতা ভেঙে গত বছর ডিসেম্বরে বের করে তাদের দ্বিতীয় অ্যালবাম 'ডিজিটাল ভালোবাসা'।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন গান গেয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ। 'বাংলাদেশের ছেলে' শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের উৎসর্গ করেছেন তিনি নতুন এই দেশের গান। 'বাংলাদেশের ছেলে' শিরোনামের গানটির জন্য আসিফ কোনো পারিশ্রমিকও নেননি বলে জানিয়েছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকস্টেশন- ডিএমএস।

তরুণ মুন্সীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। ২০ ফেব্রুয়ারি ডিএমএস এর ইউটিউবচ্যানেলে প্রকাশ করা হয় গানটি।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে তাদের ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়ন্ডারমিউজিক এবং বাংলালিংক ভাইবে।

কয়েক সেকেন্ডের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় করে খ্যাতির শিখর ছুঁয়েছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ।

'ভ্যালেন্টাইনস ডে' পেরিয়ে গেলেও প্রিয়ার চোখের মায়াবী ইশারায় এখনও অনেকেই পাগল। ঋষি কাপুরের মতো অভিনেতাও মজা করে আক্ষেপ করছেন, কেন প্রিয়া তাঁর সময়ে জন্মায়নি!

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, সম্প্রতি এক টুইটে ভারতীয় অভিনেতা ঋষি কাপুর লিখেছেন, 'আমি অনুমান করি, প্রিয়া বড় তারকা হবে। ওর এত এক্সপ্রেশন অথচ এত সরলতা । প্রিয়া, তুমি তোমার সময়ের সব অভিনেত্রীতে ছাড়িয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'

এর পর আবার তিনি মজা করে আক্ষেপ করেছেন, 'আমার সময়ে তুমি কেন এলে না?'

তবে, প্রিয়ার প্রথম মালয়ালম ছবি 'উরু আদার লাভ'-এর গান 'মানিকিয়া মালারইয়া'র এই ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই হায়দ্রাবাদের থানায় অভিযোগও দায়ের হয়েছে ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য প্রযোজক, পরিচালক ও গীতিকারের বিরুদ্ধে জিনসি থানায় অভিযোগ জানিয়েছে স্থানীয় মুসলিম সংগঠন।

অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নিয়ে গানটিকে নিষিদ্ধ করার দাবি করেছে তারা।

এসব বিতর্কের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে প্রিয়ার জনপ্রিয়তা।

হয়ত শিগ্রই তাকে দেখা যাবে বলিউডের কোন চলচ্চিত্রে। শুভ কামনা প্রিয় প্রকাশ আপনার জন্য।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040