পররাষ্ট্র মন্ত্রীকে বরখাস্ত করেছেন ট্রাম্প
  2018-03-14 16:00:40  cri

মার্চ ১৪: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর পরিবর্তে এ পদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান মাইক পম্পেও এর নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপর হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গত এক বছরে তিনি পম্পেওকে ভালোভাবে জানতে পেরেছেন এবং মনে করেন তিনি হলেন বর্তমানে পররাষ্টমন্ত্রীর দায়িত্ব পালনে সঠিক পছন্দ। তিনি আশা করেন পম্পেও কোরিয় উপদ্বীপের পরমাণুমুক্তকরণ প্রক্রিয়ায় অব্যাহতভাবে ভূমিকা পালন করবেন। একই সঙ্গে তিনি টিলারসনকে এতদিনের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

পম্পেও এক বিবৃতিতে ট্রাম্পকে মনোনয়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, যদি এই মনোনয়ন অনুমোদন পায়, তাহলে তিনি ট্রাম্পের পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করার অপেক্ষায় আছেন।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040