সহজ চীনা ভাষা- ট্রেনের টিকিট কেনা
  2018-04-02 14:59:08  cri
ট্রেনের টিকিট কেনা 買火車票mǎi huǒ chē piào

ট্রেন 火車huǒ chē

টিকিট 票piào

কেনা 買mǎi

চীনে ট্রেনের গতি অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রেন আছে। সবচেয়ে দ্রুতগতির ট্রেন হল হাইস্পিড ট্রেন। এর গতি ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার। ট্রেনের নাম দেয়ার সময় চীনারা ইংরেজি বর্ণ 'জি' দিয়ে এই রকম ট্রেনের চিহ্নিত করি। চীনা ভাষায় তাকে বলা যায় 高鐵gāo tiě ।

এ ছাড়া আরো আছে এক ধরনের ট্রেন, এর গতি হাইস্পিড ট্রেনের চেয়ে একটু slow, তবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে যাতায়াত করে। এই ট্রেনকে চীনা ভাষায় বলা যায় 動車dòng chē । আমরা ইরেজি বর্ণ 'ডি' দিয়ে এই রকমের ট্রেনকে চিহ্নিত করি।

এ ছাড়া চীনে আরো আছে অন্য অনেক ধরনের ট্রেন, যেমন আন্তঃনগর ট্রেন ইত্যাদি।

বিভিন্ন ট্রেনে বিভিন্ন ধরনের আসন আছে। যেমন কঠিন আসন বা hard seat, এর চীনা ভাষা হল 硬座yìng zuò,এখানে 硬yìngহার্ড, 座zuòমানে আসন।

ট্রেনে আরো আছে বিছানা বা sleeper, এর চীনা ভাষা হল 臥鋪wò pù ।

এই পর্যন্ত আমরা ট্রেন সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় শব্দ শিখিয়েছি, তা আপনার ট্রেনের টিকিট কেনার সময় খুব প্রয়োজন হয়। এখন আমরা আবার শব্দগুলো একবার বলি:

高鐵 gāo tiě

動車 dòng chē

硬座 yìng zuò

臥鋪 wò pù

এখন আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব, যাতে আপনার বুঝতে পারেন, কিভাবে চীনা ভাষা ব্যবহার করে সুষ্ঠুভাবে টিকিট কেনা যায়।

১. আমি একটি হাইস্পিড ট্রেনের টিকিট কিনতে চাই।

我想買張高鐵票

wǒ xiǎng mǎi zhāng gāo tiě piào

২. আমি sleeper টিকিট চাই।

我想要臥鋪車票

wǒ xiǎng yào wò pù chē piào

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040