অষ্টম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শেষ
  2018-04-23 19:08:30  cri

এপ্রিল ২৩: অষ্টম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব গতকাল (রোববার) বেইজিংয়ের ইয়ানছি লেক আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শেষ হয়েছে। উত্সবে থিয়ানথান পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।

এবারের থিয়ানথান পুরস্কারে দশটি ধারা রয়েছে। জর্জিয়া, এস্তোনিয়ার যৌথ প্রযোজনায় 'প্যানিক মামা' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায়। চীনের 'অপারেশন রেড সি' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টস ক্যাটাগরিতে পুরস্কার জয় করে।

৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০টিরও বেশি চলচ্চিত্র সংস্থার ১৫ হাজার প্রতিনিধি এবারের চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছে। পাঁচ দফা যাচাই-বাছাইয়ের পর ১৫টি চলচ্চিত্র থিয়ানথান পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে বিদেশি চলচ্চিত্রের সংখ্যা ১৩টি এবং চীনের চলচ্চিত্র ২টি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040