২৬ এপ্রিল থেকে ঢাকা-কুয়াংচৌ রুটে ইউএস-বাংলার নতুন ফ্লাইট
  2018-04-24 11:13:53  cri
এপ্রিল ২৪: আগামী ২৬ এপ্রিল থেকে, বাংলাদেশের বেসরকারি বিমান কোম্পানি ইউএস-বাংলা, ঢাকা-কুয়াংচৌ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। ইউএস-বাংলা হচ্ছে প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স যারা চীনের কোনো অঞ্চলকে ঢাকার সঙ্গে আকাশপথে যুক্ত করতে যাচ্ছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবসা পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে তাদের কোম্পানির ফ্লাইট ও যাত্রীসংখ্যা সবচেয়ে বেশি। টিকিটের দামও অনেক কম, বাজারমূল্যের প্রায় ৫০ শতাংশ।

তিনি জানান, ঢাকা-কুয়াংচৌ রুটে বোয়িং ৭৩৭-৮০০ বিমান ব্যবহার করা হবে। এ-বিমানে মোট ১৬৪টি আসন। প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এ-বিমান রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে রওয়ানা হবে এবং ভোর ৩টা ৫০ মিনিটে কুয়াংচৌ পৌঁছাবে। আর প্রতি বুধ, শুক্র ও শনিবার সকাল ৫টায় কুয়াংচৌ থেকে রওয়ানা হবে এবং স্থানীয় সময় সকাল ৭টায় ঢাকা পৌঁছাবে।

জানা গেছে, প্রথম ফ্লাইটের ৮৫ শতাংশ টিকিটের বুকিং সম্পন্ন হয়েছে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040