মিয়াও জাতির মেয়ে চিসুয়ে পাহাড় ছেড়ে উঠল নতুন বাড়িতে
  2018-04-24 14:10:31  cri

চীনের অনুন্নত এলাকা থেকে উন্নত এলাকায় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে, কুইচৌ প্রদেশের আনশুন শহরের সিসিউ এলাকার ইয়ালা উপজেলার লুংথান গ্রামের কেশা মিয়াও জাতি-অধ্যুষিত এলাকার ৬ বছর বয়সের মেয়ে চিসুয়ে সম্প্রতি নিজ পরিবারের সঙ্গে নতুন বাড়িতে উঠেছে। মেয়েটি তার দাদা-দাদী ও ছোট বোনের সঙ্গে গভীর পাহাড় থেকে নতুন আবাসিক এলাকায় পৌঁছায়। নতুন আবাসিক এলাকায় মোট ৪৫টি ভবনে ১৪৮৪টি অ্যাপার্টম্যন্ট আছে, যেগুলোতে ১৪৫৭টি পরিবারের ৬৭১৩ জন সদস্য বসবাস করতে সক্ষম। নতুন এই আবাসিক এলাকায় কিন্ডারগার্ডন, স্কুল ও হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হয়েছে। (সুবর্ণা/আলিম)


1  2  3  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040