সূরের ধারায়-'জীবন'
  2018-04-24 15:30:46  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সূরের ধারায়'। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

বন্ধুরা, ভালোবাসা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ভালোবাসা নিয়ে মানুষের বিভিন্ন ধরনের রচনা আছে। সাহিত্য, সঙ্গীত, আলোকচিত্র ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে সঙ্গীত বা গান খুব বিশেষ একটি। মনমুগ্ধকর কথা এবং সুন্দর সুর সবসময় আমাদের মনের লুকানো কথা বর্ণনা করতে পারে। তাহলে আজকের অনুষ্ঠানে আপনাদেরকে এমন কিছু সুন্দর প্রেমের গান শোনাবো।

প্রথমে শুনুন 'জীবন' শিরোনামের একটি গান, গেয়েছেন কন্ঠশিল্পী লিউ লাই সি। (১)

বন্ধুরা, এখন শুনুন 'লাইট চেজার' শিরোনামে একটি প্রেমের গান। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী ছেন নিং আর। গানের কথা এমন: যদি তুমি সমুদ্রের আতশবাজি, তাহলে তোমার আলোয় আমি উজ্জ্বল হই। যদি তুমি সুদূরের স্বর্গগঙ্গা, তাহলে আমার দৃষ্টি সবসময় তোমার পিছে আছে। আচ্ছা, শুনুন গানটি।(২)

বন্ধুরা, এক আলোকবর্ষ কত দূরের সমান? এই মূহূর্তে আমি বলতে পারি না। আমি শুধুই জানি, তা অনেক দূর, যেন মানুষের মধ্যে ভালোবাসার মত, যদি কেউ আপনাকে ভালো না বাসেন, তাহলে তার মন পাওয়া যেন আলোকবর্ষ অতিক্রম করার মতই কঠিন। এখন শুনুন 'আলোকবর্ষ' শিরোনামে একটি গান, গেয়েছেন তাইওয়ানের কন্ঠশিল্পী কু জুই জি।(৩)

বন্ধুরা, এখন শুনুন ধুলো' শিরোনামে একটি গান। গানের কন্ঠশিল্পী ইয়ুনছি। গানের কথা এমন: তারা সবসময় ওই মেঘের সমুদ্রে আছে, অপেক্ষা করে, কখন সূর্য ক্লান্ত হয়ে চলে যাবে। আমিও এমন জায়গায় অপেক্ষা করি, অপেক্ষা করি, কখন তুমি ক্লান্ত হয়ে আমার কাছে ফিরে আসো। তাহলে শুনুন গানটি।(৪)

প্রিয় বন্ধুরা, এখন আপনাদের যে গান শোনাতে যাচ্ছি, এর শিরোনাম 'আমি সবসময় তোমাকে পছন্দ করি'। গেয়েছেন কন্ঠশিল্পী কেনিএল। গানের কথা এমন:আমি সবসময় তোমাকে পছন্দ করি, যেন সূর্য আসে এবং যায়, আমি সবসময় তোমাকে পছন্দ করি, যেন মেঘ হাজার হাজার মাইল পাড়ি দেয়। আমি সবসময় তোমাকে পছন্দ করি, যেন বসন্ত আসে শীত্ যায়, তুমিই, তুমি। আচ্ছা বন্ধুরা, তাহলে শুনুন গানটি।(৫)

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে প্রেমের গানগুলো? খুব সুন্দর, তাই না? এখন যে গান আপনাদের শোনাতে চাই, এর কন্ঠশিল্পী আমার খুব ভালো লাগার, তার নাম হুয়াং লিং। তাঁর কন্ঠ অতি মিষ্টি। যেন সিল্কের মত কোমল। এখন তাঁর গাওয়া 'বিশ্বাস' শিরোনামে গানটি শুনুন, এই গানটি বিশেষ করে আপনাদের জন্যই। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'স্নেহপরায়ণ' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী তা শান। হ্যাঁ, প্রিয় মানুষের স্নেহ কন্ঠ, স্নেহ আচরণ, স্নেহ শুভেচ্ছা, নিঃসন্দেহে আপনার মনকে মুগ্ধ করে, তাই না? কারণ তা ভালোবাসার প্রতিফলন। বন্ধুরা, এখন শুনুন এই স্নেহের গান। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। সঙ্গীত শুনলে সময়ও খুব দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠানের শেষ গান 'তোমাকে ভুলে যাওয়া এত কঠিন!' গেয়েছেন কন্ঠশিল্পী চাং জি লিন। হ্যাঁ, কেন প্রিয় মানুষের কথা ভুলে যান? সুন্দর স্মৃতি মনে রাখুন, তা জীবনের মূল্যবান সম্পদ। তাই না? শুনুন গানটি।(৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040