চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে: পাক প্রধানমন্ত্রী
  2018-04-24 18:03:44  cri

এপ্রিল ২৪: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি গতকাল (সোমবার) বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে এবং আঞ্চলিক আন্তঃযোগাযোগ বাড়বে।

এদিন পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচীতে অনুষ্ঠিত 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর শীর্ষসম্মেলন ২০১৮'-এর একটি সেমিনারে আব্বাসি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর কাঠামোর সবগুলো প্রকল্পের অর্থনৈতিক সম্ভাবনা ও পরিবেশগত স্থিতিশীলতা আছে। এসব প্রকল্প পাকিস্তানের কৃষি ও প্রকৌশল প্রযুক্তির উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে এবং দেশের দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে।

করিডোরের আওতায় শিল্প খাতে সহযোগিতা বিশ্বের বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করবে বলেও উল্লেখ করেন আব্বাসি। (শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040