বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত
  2018-04-25 10:31:09  cri
এপ্রিল ২৫: শাংহাই সহযোগিতা সংস্থার পঞ্চদশ প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (মঙ্গলবার) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য এতে সভাপতিত্ব করেন।

সম্মেলনে রাশিয়া, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং শাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয় ও আঞ্চলিক সন্ত্রাসদমন সংস্থার কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা অংশ নেন। বেলারুসের প্রতিরক্ষামন্ত্রীও বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য বলেন, আমাদের উচিত সদস্যদেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দের মতৈক্য কাজে লাগিয়ে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার মান উন্তত করা।

তিনি আরও বলেন, 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার' ধারণা হচ্ছে মানবজাতির উন্নয়ন-সমস্যার সমাধান ও বৈশ্বিক পরিবেশ উন্নয়নে দেওয়া চীনা বুদ্ধি ও চীনা প্রস্তাব। আমাদের উচিত অব্যাহতভাবে 'শাংহাই চেতনা' কাজে লাগিয়ে উচ্চ পর্যায়ের আদান-প্রদান, যৌথ মহড়া, সামরিক সংস্কৃতি ও শিক্ষা প্রশিক্ষণসহ বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতা জোরদার করা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040