চীনা প্রেসিডেন্টের হুবেই পরিদর্শন
  2018-04-25 15:09:01  cri
এপ্রিল ২৫: চীনা কমিউনিস্ট পার্ট-সিপিসি'র সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (মঙ্গলবার) হুবেই প্রদেশের ইছাং শহরে ছাংচিয়াং নদীর প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন শুরু করেন। তিনি ছাংচিয়াং অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ছাংচিয়াং নদী অর্থনৈতিক অঞ্চল নির্মাণের গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশের সুরক্ষা। উন্নয়ন করবেন কিন্তু ছাংচিয়াং নদীর প্রাকৃতিক পরিবেশের রক্ষণাবেক্ষণ প্রথম স্থানে রাখা উচিত, যাতে চীনা জাতির মাতৃ নদীকে সুরক্ষা করা যায়। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয় নিয়ে কিছু কথা বলবো।

মঙ্গলবার বিকালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে রওনা হয়ে ইছাংয়ে পৌঁছেন। তিনি সময় মত ছাংচিয়াং নদীর তীরে অবস্থিত সিংফা গ্রুপের নির্মিত নতুন উপাদান উত্পাদন ক্ষেত্র পরিদর্শন করেন।

সিংফা গ্রুপ হল তিন-গিরিখাত অঞ্চলে বৃহত্তম অভিবাসী স্থানান্তর প্রতিষ্ঠান ও বৃহত্তম উচ্চমানের ফসফরাস রাসায়নিক উৎপাদন কোম্পানি। বর্তমান নতুন উপাদান উত্পাদন ক্ষেত্রে প্রধানত সিলিকন ও মাইক্রো ইলেকট্রনিকসসহ নতুন উপাদান উত্পাদিত হয়। সব পরিকল্পনা পুনর্ব্যবহারযোগ্য শিল্প শৃঙ্খল অনুযায়ী নির্মিত হয়েছে। নিষ্কাশন গ্যাস, পানি ও বর্জ্য অবশিষ্টাংশের পুনর্ব্যবহারের হার প্রায় ১০০ শতাংশ। এ সম্পর্কে সি চিন পিং বলেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ভিত্তিতে নিয়ম প্রণয়ন ও কাঠামো সংস্কারের মাধ্যমে ছাংচিয়াং অর্থনৈতিক অঞ্চলের যথাযথ শিল্প উন্নয়ন করা সম্ভব।

সি চিন পিং বলেন, ছাংচিয়াং অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ সুরক্ষায় অতি উন্নয়ন করা উচিত নয়। উন্নয়ন করা যাবে, কিন্তু নিয়ম প্রণয়ন ও তা মেনে উন্নয়ন করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবেশের রক্ষণাবেক্ষণ। আমাদের উচিত চীনা জাতির মাতৃ নদী সুরক্ষা করা। যাতে পরিবেশের কোন ক্ষতি না হয়। সিংফা গ্রুপ বিজ্ঞানগত উন্নয়ন ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

এদিন বিকালে সি চিন পিং তিন-গিরিখাত বাঁধের কাছাকাছি থাইফিংসি থানার স্যুচিয়াছং গ্রামে এসে পরিদর্শন করেন। তিনি গ্রামের উন্নয়ন ও পরিবর্তনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। তখন কাপড় ধোওয়া পেশার সাথে জড়িত বাসিন্দারা বলেন, আগে তাঁরা নদীতে কাপড় ধুতেন। এখন গ্রামে কাপড় ধোওয়ার বিশেষ পুকুর নির্মিত হয়েছে। গ্রামে ট্যাপের পানি ব্যবহৃত হচ্ছে। দূষিত পানি মোকাবিলার ব্যবস্থা নির্মিত হয়েছে। আগের জীবনের অভ্যাস পরিবর্তন করতে হয়নি, কিন্তু পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা গেছে।

এ সম্পর্কে সি চিন পিং বলেন, সবাইকে ভাল দেখে আমার খুবই খুশি লাগছে।

এরপর সি চিন পিং গ্রামের বাসিন্দাদের নিজেদের সুর, রচনায় স্থানীয় লোকসঙ্গীত 'সিপিসি সদস্যদের প্রতিজ্ঞা' শুনেছেন। তিনি বলেন, আপনাদের সংগীত খুবই সুন্দর। যে ধরণের সহজ পদ্ধতিতে সিপিসি'র শৈলী ও শৃঙ্খলা গেয়েছেন অবশ্যই তা মনে রাখবেন।

তিন-গিরিখাত পরিকল্পনা হল এদিন সি চিন পিংয়ের পরিদর্শনের সর্বশেষ স্থান। তিনি বিস্তারিতভাবে পরিকল্পনাটির নির্মাণ, বিদ্যুত্ উত্পাদন, জলসেচ, পরিবহন ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার পরিস্থিতি জেনেছেন। এরপর তিনি প্রকৌশল ও প্রযুক্তি কর্মচারীদের বলেন, দেশের উন্নয়ন করা উচিত, জাতির সমৃদ্ধি করা উচিত। আমাদের উচিত এর জন্য পরিশ্রম চালিয়ে যাওয়া।

তিনি আরো বলেন, আমাদের উচিত গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও নির্মাণকৌশল আয়ত্ত করা। আমাদের উচিত নিজস্ব নবায়ন ও উদ্ভাবনের সামর্থ্য উন্নীত করা। শুধু প্রযুক্তি ও যন্ত্রপাতি আমদানি করে বর্তমান সাফল্য অর্জন করতে পারতাম না। আমরা ১.৩ বিলিয়ন চীনা মানুষ একসঙ্গে চীনা স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে থাকব।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040