সুরের ধারায়-'আমাকে ভালোবাসার কথা বলো'
  2018-04-25 15:31:53  cri
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সুরের ধারায় আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন।

প্রতিদিনের এই সময় আমার খুব ভালো লাগার। কারণ আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন অনুভূতি ভাগাভাগি করে নেওয়া যায়। তাহলে আপনারা কি প্রস্তুত? আমার সঙ্গে চলুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রথমে শুনুন 'আমাদের এখানে মাছ আছে' শিরোনামে একটি গান। গেয়েছেন চীনের অত্যন্ত বিখ্যাত কন্ঠশিল্পী সিয়ে থিং ফাং ও ইউ হুং মিং।(১)

বন্ধুরা, এখন শুনুন একটি খুব মিষ্টি গান, গানের শিরোনাম 'আসলে তুমি কিছুই চাওনা'। গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং হুই মেই। হ্যাঁ, প্রেমিক প্রেমিকার জন্য কী জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ? দামি উপহার? মিষ্টি কথা? না, আসলে কিছুই লাগবে না, শুধুই প্রিয় মানুষের হৃদয়ের ভালোবাসা, তাই না? আচ্ছা, একসাথে শুনুন গানটি।(২)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান, গানের শিরোনাম 'আমি জানি তোমার খারাপ লাগছে'। গেয়েছেন কন্ঠশিল্পী ছাই ই লিন। হ্যাঁ, আমার বিশ্বাস, প্রিয়তমার দুঃখী মুখ দেখে প্রেমিকের মন নিশ্চয়ই ভেঙে যাবে, তাই না? আর তাকে খুশি করতে প্রেমিক নিশ্চয়ই অনেক চেষ্টা করবে, কারণ প্রিয় মানুষের হাসিই তাঁর সবচেয়ে প্রিয় জিনিস। আচ্ছা, শুনুন গানটি।(৩)

বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের শিরোনাম 'রাস্তার কর্নার থেকে শুভেচ্ছা'। গেয়েছেন মালয়েশিয়ার কন্ঠশিল্পী তাই ভেই নি। তাই ভেই নির জন্ম ১৯৭৮ সালের ২২ এপ্রিল। তিনি শুধু একজন গায়িকাই নন, গান রচনাও করতে পারেন, এমটিভি ডিরেক্ট করতেও পারেন। আচ্ছা, চলুন আমরা একসাথে শুনি তাঁর গান। (৪)

প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনুন '৭ জুলাই' শিরোনামে একটি গান। গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী সুই হুই সিন। সুই হুই সিনের জন্ম ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর। ২০০২ সালে তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। আর প্রথম এ্যালবাম দিয়েই তিনি সে বছরের শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। আচ্ছা, তাহলে শুনুন তাঁর গাওয়া খুব সুন্দর এই গান।(৫)

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন 'আমাকে ভালোবাসার কথা বলো' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লিয়াং ই চেন। গানের কথা এমন: আমাকে ভালোবাসা বলো, আমার কানের কাছে বলো, এমন হৃত্স্পন্দন অনুভূতি অনেক দিন পাই নি। ভালোবাসা এত কঠিন, আমরা এখন তা বুঝতেও পারি না। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'আমি খুব আনন্দিত' শিরোনামে একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী লিউ সিই চুন। লিউ সিই চুনের জন্ম ১৯৮৮ সালের ৩০ এপ্রিল। ২০০৯ সালে তাঁর প্রথম এ্যালবাম বাজারে আসে। ২০১০ সালে সেই বছর অনুষ্ঠিত 'সুপার গার্ল' গান প্রতিযোগিতায় তিনি পঞ্চম পুরস্কার পান। তাঁর কন্ঠ অতি মিষ্টি। তাহলে শুনু তাঁর গাওয়া গান।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরেকটি সুন্দর প্রেমের গান শোনাবো। গানের শিরোনাম 'বিমানবন্দর'। গেয়েছেন সিংগাপুরের কন্ঠশিল্পী লিন চুন চিয়ে। (৮)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040