নিজ দেশের মানবাধিকার সংকট ঢাকতে অন্য দেশের মানবাধিকার নিয়ে 'যা-তা বলে' যুক্তরাষ্ট্র
  2018-04-25 16:42:35  cri
এপ্রিল ২৫: মার্কিন রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি '২০১৭ সালে বিশ্বের মানবাধিকার প্রতিবেদন' প্রকাশ করেছে। নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঢেকে রাখতে অন্যান্য দেশের মানবাধিকার নিয়ে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা।

মার্কিন হিউস্টন বিশ্ববিদ্যালয়ের পূর্ব এশিয়ার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপঅধ্যাপক পিটার জে লি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি দিন দিন অবনতি হয়েছে, সামাজিক বৈরিতা ও সংঘর্ষ বেড়েছে। যুক্তরাষ্ট্র একটি বিচ্ছিন্ন সমাজে পরিণত হয়েছে। ট্রাম্প সরকার ক্ষমতাসীন হওয়ার পর অভিবাসন বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছে। সীমান্তে দেয়াল তৈরি, চেইন মাইগ্রেশন ও লটারির মাধ্যমে নাগরিকত্ব ব্যবস্থা বাতিল, অবৈধ অভিবাসীদের ফেরত ও গ্রেফতারসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাম্প সরকার। এসবের বিরোধিতা করেছে রাজনীতিকসহ বিভিন্ন মহল।

মার্কিন সেইন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের হিউস্টন শাখার অধ্যাপক জন আর টেইলর একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি বলেন, অস্ত্র অপরাধ, বর্ণ-বৈষম্য, মাদক বিস্তারসহ নানা সমস্যায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।

বর্ণ-বৈষম্যের ক্ষেত্রে গেলেপ-এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৫ মার্চ প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা যায়, ৪২ শতাংশ মার্কিন নাগরিক দেশের বর্ণ-বৈষম্য নিয়ে উদ্বিগ্ন। এ-নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকের সংখ্যা ২০১৬ সালে ছিল ৭ শতাংশের কম।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040