চীন-ভারত আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা আছে: বিশেষজ্ঞ মতামত
  2018-04-25 17:32:02  cri
এপ্রিল ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ২৭ ও ২৮ হুপেই প্রদেশের রাজধানী উহান শহরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠক চীন ও ভারতের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা তৈরি করবে বলে মনে করেন দুই দেশের বিশেষজ্ঞরা।

ভারতের বিদেশি ব্যাংকের অর্থনীতিবিদ ভেনুগোপাল বলেন, মোদির এ সফর দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হলেও তা পর্যাপ্ত নয়, ভবিষ্যতে সহযোগিতার ব্যাপক সুযোগ তৈরি হবে বলে মনে করেন ভেনুগোপাল।

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক একাডেমির অধ্যাপক লি লি বলেন, বর্তমানে চীন ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ চীনের মোট রপ্তানির ২ শতাংশ। তবে ভারতের অর্থনীতির অব্যাহত উন্নতির সঙ্গে সঙ্গে দেশটির বৈদেশিক রপ্তানির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাবে। এ প্রেক্ষাপটে চীন ও ভারতের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা তৈরি হবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040