ডব্লিউটিও'র নীতি অনুসরণ নিয়ে মার্কিন অভিযোগের জবাব দিয়েছে চীন
  2018-04-25 18:52:57  cri

এপ্রিল ২৫: চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুসরণ করে কি-না, তা নির্ধারণের দায়িত্ব কোনো সদস্য দেশের নয়। ডব্লিউটিওতে যোগ দেওয়ার পর থেকে চীন কঠোরভাবে সংস্থার নীতি মেনে চলছে এবং নিজ দায়িত্ব পালন করছে। চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুসরণ করে না-যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বুধবার) বেইজিংয়ে এসব কথা বলেছেন।

সম্প্রতি হংকংয়ে নিযুক্ত মার্কিন কন্সুলার জেনারেল চীনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। চীন মার্কিন স্বার্থকে ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেন তিনি। জবাবে লু খাং বলেন, ডব্লিউটিওর নীতি অনুসরণ করা নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চাইলে তা ভালো দিক। আপনারা জানেন যে, এখন জেনিভায় ডব্লিউটিও'র একটি অভ্যন্তরীণ আলোচনা চলছে এবং সেখানে সংস্থার সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে সংস্থার নীতি মেনে চলতে এবং ডব্লিউটিওকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা রক্ষা করতে আহ্বান জানাচ্ছে।

মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সংঘাত হলেও তা আলোচনা বা বহুপক্ষীয় কাঠামোতে সমাধান করা হবে। তবে এক তরফা সিদ্ধান্ত ঘোষণা অগ্রহণযোগ্য।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040