হাইনান প্রদেশের সানইয়া শহরের নদীদূষণ মোকাবিলা
  2018-04-28 11:04:08  cri

সানইয়া নদী হল চীনের হাইনান প্রদেশের সানইয়ার মাতৃনদী। স্থানীয় মানুষ নদীটির দুই তীরে বাস করেন। সড়ক প্রধানত নদী বরাবর নির্মিত হয়। সানইয়া নদী সানইয়া মানুষের জীবনের সঙ্গে মিশে আছে।

সূর্য়াস্তের সময় লি সাহেব সানইয়া নদীর তীরে বসে চীনা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র হুলুসি বাজান। তিনি সানইয়া শহরে এসেছেন বাইরে থেকে। তিনি উত্তর চীন থেকে এখানে আসেন। উত্তর চীনে খুবই ঠাণ্ডা। সেজন্য তিনি এখানে শীতকালটা কাটান। সানইয়া নদীর পানি খুবই পরিষ্কার ও সবুজ। লি সাহেবের মতো উত্তর চীনের অনেক মানুষ শীতকালটা এখানে কাটান।

সুন্দর ও শান্ত সানইয়ায় গত বছর থেকে সানইয়া নদী সুরক্ষার পরিকল্পনা বাস্তবায়নকাজ চলছে। বাস্তবায়নকাজ চলছে তিন পর্যায়ে। শহর পর্যায়ের দায়িত্বশীল কমকর্তা মোট ৬ জন, এলাকা পর্যায়ের ১৩২ জন ও তৃণমূল পর্যায়ের ১৭৯ জন। এ ছাড়াও, বিশেষ করে শহর ও এলাকা পর্যায়ের কার্যালয় ৬টি। এ কার্যালয়গুলো নদী ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার দায়িত্ব পালন করে।

এ পর্যন্ত সানইয়া শহরে মোট ২০৬টি নদী ও হ্রদ সুরক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সানইয়া'র প্রায় সব নদী অন্তর্ভুক্ত হয়েছে। সানইয়া শহরের পানি কর্তৃপক্ষ ব্যুরোর সহযোগী গবেষক চাং ছাং ফেং বলেন, ২০১৭ সালে দায়িত্বশীল কর্মকর্তারা প্রায় ৩৩০ বার নদী পরিদর্শন করেছেন। নিয়ম অনুযায়ী, শহর পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের তিন মাসে একবার পরিদর্শন করতে হয়। এলাকা পর্যায়ের কর্মকর্তাদের প্রতিমাসে একবার এবং তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের এক সপ্তাহে অন্তত দু'বার নদী পরিদর্শন করতে হয়।

পাশাপাশি সামাজিক পরিদর্শন ও তত্ত্বাবধানের ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সানইয়া ১২৩৪৫ নম্বরের হটলাইনের মাধ্যমে ৪৬০টি সমস্যা সমাধান করেছে। এ-সম্পর্কে চা ছাং ফেং বলেন, "আগে যেখানে দূষণ হতো, আমরা সেখানে যেতাম ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম। অথচ আমাদের উচিত দূষণের মূল কারণ খোঁজা। এখন আমরা মূল কারণ খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করি। দূষণের কারণ পানিতে নয়, বরং তীরে থাকে। আর পানির দূষণ মোকাবিলা ও প্রতিরোধ একটি মাত্র বিভাগের দায়িত্ব না; সরকারের বিভিন্ন বিভাগের কাজ।

পানি ও পরিবেশ দূষণ প্রতিরোধ সম্পর্কে সানইয়া শহরের পরিবেশ সুরক্ষা ব্যুরোর দূষণ প্রতিরোধ ও মোকাবিলা বিভাগের পরিচালক স্যুয়ে দান দান বলেন, শহরের পরিবেশ সুরক্ষা ব্যুরোর নেতৃত্বে ১৬টি বিভাগ যৌথভাবে সানইয়া নদী ও এর কাছাকাছি এলাকার দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ করে থাকে। সানইয়া নদীর তীরে এখন আর কোনো প্রতিষ্ঠান দূষণ সৃষ্টি করে না। সানইয়া শহরের পরিবেশ অনেক উন্নত হয়েছে।

চাং ছাং ফেং বলেন, 'সানইয়া যেন আমাদের বাড়ির পিছনের বাগান। এটি একটি সুন্দর জায়গা।'

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040