চীনা গায়িকা ছেন ছি চেন
  2018-05-31 08:59:29  cri



আজকের অনুষ্ঠান চীনের তাইওয়ানের একজন গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম ছেন ছি চেন। তিনি প্রতিভাবান গায়িকা এবং তার বিশেষ সংগীতশৈলীর জন্য সবার কাছে পরিচিত। অন্যান্য গায়কের মত খুব বিখ্যাত না হলেও তার অনেক ভক্ত আছে। আজ আমরা ছেন ছি চেনের কিছু গান শুনবো।

ছেন ছি চেন ১৯৭৫ সালে চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তার মায়ের কাছে বড় হয়েছেন। তার মা একজন হিসাবরক্ষক। কাজের বাইরে তিনি শিশুদের পিয়ানো বাজানো শিখান। তার মায়ের প্রভাবে ছেন ছি চেন ছোট থেকেই পিয়ানো শিখেছেন এবং ক্লাসিক্যাল সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু শিশুর কাছে ক্লাসিক্যাল সংগীতের কোনো আকর্ষণ নেই। মাধ্যমিক স্কুলে পড়ার সময় ছেন ছি চেন নিজেই গিটার বাজানো শিখেন এবং তারপর গিটারের সুরে গান রচনা করেন। তবে ছোটবেলায় সংগীত শিখার অভিজ্ঞতা তার সংগীত জীবনের একটি অবিচ্ছেদ অংশ।

১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ছেন ছি চেন তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় তিনি নিজের রচিত গান গেয়ে বিচারকদের মুগ্ধ করেন। অবশেষে দুই সহস্রাধিক অংশগ্রহণকারীদের মধ্যে তিনি চ্যাম্পিয়ন হন। তখন থেকেই তার সংগীত জীবন শুরু হয়।

১৯৯৮ সালে ছেন ছি চেন তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য তিনি ১০ম গোল্ডেন সুর আওয়ার্ডের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান।

২০০৩ সালে ছেন ছি চেন নিজে একটি ছোট সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করেন। একজন গায়িকার পাশাপাশি কোম্পানির বসের মতো ছোট-বড় সব কাজ তাকে চিন্তা করতে হয়। এ সম্পর্কে তার আগে কোনো ধারণা ছিল না। অভিজ্ঞতা ও অর্থের অভাবের পরও ২০০৬ সালে ছেন ছি চেন অ্যালবাম 'অসাধারণ অভিযাত্রা' প্রকাশ করেন। অপ্রত্যাশিতভাবে এই অ্যালবাম বেশ দ্রুত জনপ্রিয় হয়ে দু'মাসের মধ্যে ৩ লাখ কপি বিক্রি হয়। ছেন ছি চেনও এই অ্যালবামের জন্য তাইওয়ানের সেই বছরের 'শ্রেষ্ঠ গায়িকা'র পুরস্কার পান এবং চীনের মানুষের কাছে পরিচিত হন।

ছেন ছি চেন 'প্রতিভাবান গায়িকা' হিসেবে পরিচিত। সংগীত জীবনের শুরু থেকে তিনি নিজেই গান রচনা করেন। তিনি বলেন, "গানের মাধ্যমে নিজের অভিজ্ঞতার গল্প সবাইকে জানাতে চাই।" তার গানে শুধু গল্পই নয়, জীবনের প্রতি তার ভাবনা ও মনোভাবও জানা যায়। বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়ার কারণে তার অনেক গানে দর্শনের প্রভাব পড়েছে। যেমন 'সূর্য' নামক গানে তিনি লিখেছেন, আমি তোমার চোখের সূর্য এবং তোমার ছায়ায় দুঃখ, তুমি আমার সংরক্ষিত স্বপ্ন এবং আমার না-ছোঁয়া আলো। আমরা উভয় ক্লান্ত তবে পরস্পরকে সমর্থন করি। আমরা পরস্পরের বিশ্বাস।

দার্শনিক ভাবনা ছাড়া, জীবনের ছোটখাটো ব্যাপার বা জিনিস ছেন ছি চেনের গানে অন্য এক বিশেষ উপায়ে প্রতিফলিত হয়েছে।

স্কুলজীবন থেকেই ছেন ছি চেন নিয়মিতভাবে বিভিন্ন গানের কনসার্টে যান। তার লাইভ পারফরম্যান্স ভক্তদের প্রশংসা কুড়ায়। ছেন ছি চেনও অ্যালবাম 'Groupies' প্রকাশ করেন। লাইভ পারফরম্যান্স নিয়ে তার মনোভাব প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আমরা ছেন ছি চেন ও তাইওয়ানের বিখ্যাত ব্যান্ড 'মে ডে'র গাওয়া সুন্দর ও মিষ্টি গান চাঁদে পলায়ন বা 'elope to the moon' শুনবো। গানের মূল্য কথা, 'তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাবো।' আশা করি, বন্ধুরা কখনও একাকী হবেন না।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040