পোল্যান্ডের স্মার্টফোন বাজারে হুয়াওয়েই শীর্ষে (অর্থ-কড়ি, ২ জুন ২০১৮)
  2018-08-06 14:47:32  cri


১. চীনের বেসামরিক বিমান চলাচল খাতে ২০১৭ সালে মুনাফা অর্জিত হয়েছে ৬৫০০ কোটি ইউয়ান, যা ২০১৬ সালের চেয়ে ৭২০ কোটি ইউয়ান তথা ১২.৩ শতাংশ বেশি।

গত বছরশেষে চীনে মোট এয়ারলাইন্স ছিল ৫৮টি। এসব কোম্পানি মোট ৪৪১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। এ ছাড়া, চীনের ২২৯টি বিমানবন্দর আছে এবং বেসামরিক বিমান আছে ৩২৯৬টি।

এদিকে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশানের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ২০২২ সাল নাগাদ চীন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বেসামরিক বিমান চলাচল খাতে বিশ্বের বৃহত্তম বাজারে পরিণত হবে।

২. পোল্যান্ডে গত এপ্রিল ও চলতি মে মাসের প্রথম দুই সপ্তাহে চীনের হুয়াওয়েই কোম্পানির স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিল এতদিন প্রথম স্থানে থাকা কোরিয়ার স্যামসাং। বাজার গবেষণা কোম্পানি জিএফকে তাদের সর্বশেষ প্রতিবেদনে এ-তথ্য জানায়।

তথ্যানুসারে, এপ্রিলে ও মে মাসের প্রথম দুই সপ্তাহে পোল্যান্ডের স্মার্টফোন বাজারের যথাক্রমে ৩৬ ও ৩৪ শতাংশ ছিল হুয়াওয়েই-এর দখলে, যা স্যামসাংয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ করে বেশি।

এদিকে, 'হুয়াওয়েই সিবিজি পোল্যান্ড'-এর পরিচালক চাং চিয়ান জানান, ২০০৪ সালে যাত্রা শুরু করার পর এই প্রথম তারা দেশটির স্মার্টফোন বাজারের শীর্ষস্থানটি দখল করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, পোল্যান্ডের বাজারে তাদের কোম্পানিই প্রথম তিন ক্যামেরাবিশিষ্ট স্মার্টফোন নিয়ে আসে।

৩. চীনে এপ্রিলে ভুট্টার আমদানি বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যানুসারে, এপ্রিলে দেশে ভুট্টা আমদানি হয়েছে ৩৮০,০০০ টন, যা আগের বছরের একই সময়ে চেয়ে ১২,০৯১.৬ টন বেশি।

আর চলতি বছরের প্রথম চার মাসে চীন ভুট্টা আমদানি করেছে ৯৪০,০০০ টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০১.৯ শতাংশ বেশি।

এদিকে, চীনে জোয়ার আমদানিও বেড়েছে। এপ্রিলে এই খাদ্যশস্যটির আমদানি ৮৭.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৪০,০০০ টনে।

৪. চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তাঁর দেশ বিদেশিদের জন্য আরও উন্মুক্ত হবে। আশা করা যায় যে, জার্মান শিল্পপ্রতিষ্ঠানগুলোও এই সুযোগ কাজে লাগাবে। তিনি সম্প্রতি বেইজিংয়ের গণমহাভবনে ফোরাম অব দা চায়না-জার্মান ইকনোমিক অ্যাডভাইজরি কমিটির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ-কথা বলেন।

সভায় লি খং ছিয়াং বলেন, চীন ও জামার্নি হচ্ছে যথাক্রমে এশিয়া ও ইউরোপের বৃহত্তম অর্থনীতি। বিশ্বের আইনভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থাকে টিকিয়ে রাখার দায়িত্ব দুই দেশের ওপরও বর্তায়। দুই দেশকে সব ধরনের একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, উন্মুক্তকরণ হওয়া উচিত দ্বিমুখী। আশা করা যায়, জার্মান সরকার সে-দেশে চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোর জন্যও আরও অনুকূল ও ন্যায্য ব্যবসা-পরিবেশ সৃষ্টি করবে।

৫. পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংকের সাথে দ্বিপাক্ষিক মুদ্রা-বিনিময় চুক্তি নবায়ন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। চুক্তিটির নবায়ন পারস্পরিক বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সহায়ক হবে। সম্প্রতি চীনের পিপলস ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক এ-তথ্য জানায়।

চুক্তির আর্থিক মূল্য প্রায় ২০০০ কোটি রেনমিনপি বা ৩৫ হাজার ১০০ কোটি পাকিস্তানি রুপি। চুক্তির মেয়াদ ৩ বছর। তবে দু'পক্ষ সম্মত হলে, চুক্তির মেয়াদ বাড়ানো যেতে পারে।

উল্লেখ্য, দ্বিপাক্ষিক মুদ্রা-বিনিময় চুক্তির আওতায় দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংক পরস্পরের মুদ্রা বিনিময় করে। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এক দেশের মুদ্রা অন্যদেশে ব্যবহৃত হতে পারে। গত জানুয়ারিতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য বা বিনিয়োগের ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহার করতে পারবে।

৬. জনগণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দেশের অর্থনীতিতে মানসম্পন্ন প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে চীন দীর্ঘকাল ধরেই আমদানি বাড়ানোর নীতি অনুসরণ করে আসছে। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ-কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি পরস্পরের সম্পূরক এবং দু'দেশের মধ্যে বাণিজ্যের সুপ্তশক্তিও বিশাল। চীন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মানসম্পন্ন পণ্যের আমদানিকে স্বাগত জানায়।

৭. সম্প্রতি চীনের সিয়ামেন এয়ারলাইন্সের বিমানবহরে যুক্ত হয়েছে একটি 'বোয়িং-৭৩৭ ম্যাক্স'। এটি এয়ারলাইন্সটির ২০০তম বিমান। নতুন এই বিমান সিয়ামেন থেকে শাংহাই যাওয়ার মাধ্যমে এর যাত্রা শুরু করে।

১৯৮৪ সালে সিয়ামেন এয়ারলাইন্স 'সিয়ামেন বিশেষ অথনৈতিক এলাকা'-য় প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত এটি ১০০০ কোটি ইউয়ান মুনাফা করেছে। বিগত ৩১ বছর ধরে কোম্পানিটি টানা মুনাফা করে যাচ্ছে।

৮. যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের 'আইওয়া সয়াবিন অ্যাসোসিয়েশান' (আইএসএ) বলেছে, চীন-মার্কিন বাণিজ্য-উত্তেজনা হ্রাস পাওয়ায় তারা স্বস্তি বোধ করছে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এ-কথা বলা হয়েছে।

আইএসএ প্রেসিডেন্ট বিল শিপলি বলেছেন, এ-বছর চীনা ক্রেতারা আরও বেশি সয়াবিন কিনবে এবং সংস্থার সদস্যদের আরও বেশি লাভ হবে বলে আশা করা যায়। চীন বিশ্বের যে-কোনো দেশের চাইতে বেশি মার্কিন সয়াবিন ক্রয় করে থাকে। গত বছর চীন যুক্তরাষ্ট্র থেকে ২৭.৫ মিলিয়ন টন সয়াবিন আমদানি করে।

উল্লেখ্য, কৃষিপণ্য উত্পাদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ার পরেই আইওয়া'র স্থান। সয়াবিন উত্পাদনের ক্ষেত্রেও এর স্থান দ্বিতীয়। এ-ক্ষেত্রে অবশ্য প্রথম স্থানে রয়েছে ইলিনয়েস রাজ্য।

৯. গেল বছর স্লোভাকিয়ায় রেকর্ডসংখ্যক ৫৪ লাখ পর্যটক আসে, যা আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি। সম্প্রতি দেশটির স্থানীয় গণমাধ্যম এ-তথ্য প্রকাশ করে। এসব পর্যটকের মধ্যে চেক সবচেয়ে বেশি। ২০১৭ সালে ৬৪৫,০০০ চেক স্লোভাকিয়া ভ্রমণ করে।

২০১৭ সালে স্লোভাকিয়ায় চীনা পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সে-বছর ৬১ হাজারের বেশি চীনা দেশটি ভ্রমণ করেছেন, যা আগের বছরের প্রায় দ্বিগুণ।

১০. অবশেষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে অভিযোগ করেছে ভারত। সম্প্রতি এ-অভিযোগ দাখিল করে নয়াদিল্লি।

অভিযোগপত্রে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর আমদানিশুল্ক আরোপ করেছে, যা আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিপন্থি। এর মাধ্যমে এ-বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডব্লিউটিও'র বিরোধ-নিষ্পত্তিব্যবস্থার আওতায় সালিশির জন্য আবেদন করল।

১১. সম্প্রতি বাংলাদেশে মোট উত্পাদিত বিদ্যুতের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৮২৫ মেগাওয়াটে, যা এ-যাবতকালের সর্বোচ্চ উত্পাদন। তবে রেকর্ড সৃষ্টির দিনে দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১১ হাজার মেগাওয়াটের।

পিডিবি বাংলাদেশের গণমাধ্যমকে জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকার আশপাশে নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। আরও কয়েকটি শুরুর অপেক্ষায় রয়েছে। অচিরেই সর্বোচ্চ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

পিডিবির হিসেবে, বাংলাদেশে সরকারি-বেসরকারি ও কেপটিভ পাওয়ার প্ল্যান্টে সর্বোচ্চ ১৬ হাজার ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামোগত প্রস্তুতি রয়েছে।

১২. বাংলাদেশের ৫ কোটি ৭৯ লাখ প্রাপ্তবয়স্ক নাগরিকের কোনো ব্যাংক-হিসাব নেই। তাঁরা এখনও লেনদেন ও সঞ্চয় করেন নগদে। ব্যাংক-হিসাব নেই এমন মানুষের সংখ্যার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এ-তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, সারা বিশ্বে ১৭০ কোটি মানুষের কোনো ব্যাংক-হিসাব নেই। এ-ক্ষেত্রে চীন বিশ্বের এক নম্বর দেশ। এই দেশের ২২ কোটি ৪০ লাখ লোকের কোনো ব্যাংক-হিসাব নেই। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রেও ১ কোটি ৮০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ব্যাংক-হিসাব ছাড়াই চলছেন। ২০১৭ সালের তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্বব্যাংক।

প্রতিবেদন অনুসারে, বিশ্বের ৯০টি দেশে প্রতিদিন গড়ে ১০০ কোটি ডলার মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন হয়।

১৩. আগামী ২০১৮-১৯ অর্থবছরেও বাংলাদেশ সরকার সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালু করতে পারবে না। ফলে বেসরকারি খাতের কর্মজীবীদের পেনশনের আওতায় নিয়ে আসতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চিন্তা ও স্বপ্ন বাস্তবায়ন আরও দেরি হবে। কারণ, কাজটি করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেই সরকারের। তবে কয়েক বছরের ধারাবাহিকতায় আগামী বাজেট বক্তৃতায়ও এ-বিষয়ে কথা বলবেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বেসরকারি খাতে পেনশন পদ্ধতি চালুর বিষয়ে ২০১৪ সালের ৬ এপ্রিল এনজিও প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক্‌-বাজেট আলোচনায় প্রথম কথা বলেছিলেন অর্থমন্ত্রী। এর মাস দু-এক পরে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট-বক্তব্যেও এ-বিষয়ের ওপর তিনি আলোকপাত করেন। পরবর্তী তিন বছরে এ-নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যগুলোর সারমর্ম হচ্ছে, পেনশন-ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে দেশে একটি সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালু করতে চান তিনি। দেশের বেসরকারি জনগোষ্ঠীকেও তিনি পেনশনের আওতায় নিয়ে আসতে চান।

(আলিমুল হক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040