'রোববারের আলাপন'
  2018-06-01 15:17:01  cri


টুটুল: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। সুদূর বেইজিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান 'রোববারের আলাপন'। অনুষ্ঠানটিতে আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল ও শিয়েনান আকাশ ।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনারা বিশ্বের বিচিত্র সব বিষয় নিয়ে সাক্ষাতকার এবং আলোচনা শুনবেন। শুনবেন আমাদের দৈনন্দিন জীবনের সুখ দু:খের অনেক কাহিনীও। আশা করি, আপনাদের ভাল লাগবে।

বন্ধুরা, আকাশ ভাই এখন আমার পাশে বসে আছেন। তিনি বাংলাদেশ থেকে ফিরে এসেছেন আবার আমার সাথে অনুষ্ঠান উপস্থাপন করতে। আকাশ ভাই, আমি সত্যি অনেক অনেক খুশি, কারণ আপনি আবার ফিরে এসেছেন। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, সম্প্রতি এটি হচ্ছে আমার জীবনে সবচেয়ে খুশির ব্যাপার।

আকাশ: ভাই, তুমি মিথ্যা কথা বলছো। তোমার জান হচ্ছে তোমার সবচেয়ে আনন্দ তোমার জীবনে।

টুটুল: হাহা, ভাই, এটাও ঠিক, কিন্তু ‌এটাও আমার মনের কথা। তুমি ফিরে এসেছো বলেই আমার আনন্দের জীবনও ফিরে এসেছে!

আকাশ: হাহা, ভাই, আমি আশা করি আমরা দু'জন আগের মতই শ্রোতাবন্ধুদের আনন্দ দিতে পারবো, সঙ্গ দিতে পারবো।

বন্ধুরা, আমি বাংলাদেশে ২ বছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে চীনা শিক্ষক হিসেবে কাজ করেছি এবং এখন বেইজিংয়ে

ফিরে এসেছি। আজ থেকে টুটুল এবং আমি আপনাদের জন্য নতুন অনুষ্ঠান 'রোববারের আলাপন' শুরু করবো। এতে আমরা কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করবো।

টুটুল: এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হৈ চৈ করব, আনন্দ করব হাহা।

আকাশ: অবশ্যই। আনন্দ এবং স্বাস্থ্য হচ্ছে জীবনের সবচেয়ে খুশির ব্যাপার , তাইনা?

টুটুল: হ্যাঁ। বন্ধুরা, খেলাধুলা আমাদের জীবনে অনেক আনন্দ দিতে পারে। তাইনা? আজ আমরা খেলাধুলা সম্পর্কে- অর্থাত্ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস-২০২২ নিয়ে কিছু আলোচনা করবো, কেমন?

(সংগীত)

আকাশ: বন্ধুরা, ২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজিত হবে চীনের বেইজিং এবং চাং চাইয়া খ্য শহরে।

টুটুল: হ্যাঁ, বন্ধুরা, এখন বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির একজন কর্মকর্তা মিস্টার কু সিনের সঙ্গে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ২০২২-এর সদরদফতর একটু ভ্রমণ করব, কেমন?

(সংগীত)

টুটুল: আমি প্রথম বার ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির অফিস এলাকায় আসার সময় অনেক আশ্চর্য হয়ে যাই, আমি বলতে পারি এ অফিস এলাকা বিশ্বের একটি অদ্বিতীয় এলাকা।

আমার নাম কু সিন, আমি বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের একজন কর্মকর্তা। এপ্রিল ২০১৭, সাংগঠনিক কমিটি একটি রিক্রুটমেন্ট তথ্য প্রকাশ করে। আমি খুবই ভাগ্যবান যে এর মাধ্যমে এ বড় পরিবারে অংশগ্রহণ করি। বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস হবে বিশ্বের একটি গ্র্যান্ড সমাবেশ। এটি বিশ্বের সেরা খেলোয়াড়দের জন্য একটি প্রতিযোগিতার প্ল্যাটফর্ম সরবরাহ করবে। তখন বিশ্বের সবার দৃষ্টি থাকবে এর উপর। যদি আমরা শীতকালীন অলিম্পিক গেমসকে গ্র্যান্ড পারফরমেন্স বলি, তাহলে শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি হলো এই পারফরমেন্সের পরিচালক টিম।

আমাদের পরিচালক টিমের অফিস এখন পুরাতন স্টিল কারখানা এলাকায় অবস্থিত। ২০০৫ সাল থেকে রাজধানীর স্টিল কারখানা হেপেই প্রদেশে স্থানান্তর করা হয়। সাংগঠনিক কমিটির সব ভবন এসব পুরাতন ভবনকে পুনরায় সাজিয়ে তৈরি করা হয়। যেমন, আমাদের একটি অফিস ভবন পুরানো গুদামকে পুনর্বিন্যাস করে তৈরি করা হয়। মোট সাততলা অফিস ভবন। ৬ তলা ভূমির উপর। এক তলা মাটির নীচে। এই ভবনে অফিস কক্ষ আছে, সম্মেলন কক্ষ আছে, আছে সাংবাদিক সম্মেলন কক্ষও।

বাইরের রাস্তা জল ভেদ্য ইট দ্বারা নির্মিত, যা পুরাতন স্টিল কারখানার নির্মাণ বর্জ্য থেকে উত্পাদিত হয়। আমরা পুরাতন কারখানা ভবনকে নতুন এবং আধুনিক কার্যকরী ভবন হিসেবে তৈরি করেছি এবং ডিজাইনার ভবনে চীনা সংস্কৃতি এবং অলিম্পিকের প্রতিপাদ্যকে তুলে ধরেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই সংস্কার প্রকল্পের উচ্চ প্রশংসা করেছেন। তারা বলেন, এই প্রকল্প হচ্ছে একটি টেকসই উন্নয়ন মডেল।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, "এটা একটা চমত্কার ধারণা, এতে বেইজিংয়ের সব নাগরিকদের জন্য পুরানো শিল্প এলাকা একটি বিনোদন এলাকায় পরিবর্তন হয়েছে। তাছাড়া, পুরাতন স্টিল কারখানা যাদুঘরে পরিবর্তন হয়েছে, যা লোকজনকে চীন এবং বেইজিংয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। আমি সত্যিই এক্সাইটেড"।

অবশেষে কু সিন বলেন, আমরা এই পুরনো কিন্তু নতুন ঐতিহাসিক অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির এ অফিস ভবনে খুবই আত্মবিশ্বাসী যে, আমরা বিশ্ববাসীকে একটি চমত্কার শীতকালীন অলিম্পিক গেমস উপহার দিতে পারবো।

(সংগীত)

আকাশ: ভাই, কেমন?

টুটুল:.......

আকাশ: আচ্ছা, প্রিয় বন্ধুরা, ২০১৪ সালে যুব অলিম্পিক গেমস আয়োজিত হয় চীনের নান চিং শহরে। আমরা এখন বাংলাদেশ যুব অলিম্পিক গেমস দলের নেতা, ম্যাডাম রাফিয়া আখতার ডলির কাছ থেকে অলিম্পিক গেমস সম্পর্কে সাক্ষাতকার শুনবো, কেমন?

(সংগীত)

আকাশ: সুপ্রিয় বন্ধুরা, আজ এখানেই শেষ করছি আমাদের এ অনুষ্ঠান। আপনারা যদি অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু জানতে চান বা বলতে চান তাহলে আমাদের কাছে email করতে পারেন বা টেলিফোন করতে পারেন। আমাদের email ঠিকানা হলো হলো xienan@cri.com.cn. এবং আমাদের টেলিফোন নম্বর হলো: 00861068892420

প্রিয় শ্রোতা, এবার বিদায়ের পালা। আবারও আপনাদের সাথে কথা হবে । সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040