সুরের ধারায়-'সাধারণ, তবে বিশেষ'
  2018-06-06 19:31:37  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতিসপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সঙ্গীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য খুব সুন্দর মুহূর্ত এটি।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, প্রথমে শুনুন 'সাধারণ, তবে বিশেষ' নামের একটি গান। গেয়েছে সঙ্গীত ব্যান্ড মোলি থিয়েনখুং।(১)

বন্ধুরা, এখন শুনুন 'উত্তর নেই' নামের একটি গান। গেয়েছেন কন্ঠশিল্পী মু লি ইয়ান। বন্ধুরা, আপনাদের জীবনে কি এমন অভিজ্ঞতা আছে যে, ভালোবাসা কী বুঝতে পারছেন না, অথচ কাউকে ভালবাসছেন, জীবনের সুন্দর মূহূর্তগুলো উপভোগ করছেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু বিষয় থাকে, যা ব্যাখ্যা করা যায় না, অথচ আমরা তা উপভোগ করতে পারি। তাই না? (২)

বন্ধুরা, এখন শুনুন 'একটি সুযোগ চাই'। গানটি গেয়েছে সঙ্গীতব্যান্ড 'নান ইউ জি'। ব্যান্ডটি গঠিত হয় ২০১৬ সালে। যদিও সঙ্গীতব্যান্ডটি তুলনামূলকভাবে নতুন, তবে চীনের রক সঙ্গীত মহলে ব্যান্ডটির মর্যাদা অনেক। আচ্ছা, শুনুন তাদের 'একটি সুযোগ চাই' নামের গানটি। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'নান ইউ জি' সঙ্গীতব্যান্ডের আরেকটি গান। গানের নাম 'আজ আমার বয়স ৩০ বছর'। কেউ কেউ মনে করেন, ১৮ থেকে ২০ বছর জীবনের সবচেয়ে সুন্দর সময়। কারণ, এসময়টা থাকে যৌবনে ভরপুর। আবার কেউ কেউ মনে করেন ৩০ বছর খুব সুন্দর সময়। কারণ, এই বয়সে অনেককিছুই বুঝতে শিখে ফেলে মানুষ, হয় পরিপক্ক। আপনারা কি মনে করেন? (৪)

বন্ধুরা, এখন শুনুন 'নান ইউ জি' সঙ্গীতব্যান্ডের আরেকটি গান। গানের নাম 'তুমি নান জিং শহরে নেই'। গানের কথাগুলো অনেকটা এমন: নান জিং প্রাচীন নগরে তোমাকে খুঁজছি/ শহরে আমাদের স্মৃতি অনেক/ আমরা আগে পরস্পরকে যে-প্রতিশ্রুতি দিয়েছি, তুমি কি সব ভুলে গেছো? (৫)

বন্ধুরা, নান ইউ জি সঙ্গীতব্যান্ডের গান মনোমুগ্ধকর। রক সঙ্গীতও এতো আবেগপূর্ণ হতে পারে! এখন আপনাদের যে-গান শোনাতে যাচ্ছি, তার নাম 'তুমি একটি বেড়াল'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।(৬)

বন্ধুরা, এখন শুনুন 'বিউটিফুল ডে' শীর্ষক একটি গান। গানটি গেয়েছে সঙ্গীতব্যান্ড জাকা। জাকা সঙ্গীতব্যান্ড প্রতিষ্ঠিত হয় ২০১১ সালে। এটিও একটি রক সঙ্গীতব্যান্ড। এখন শুনুন তাদের গাওয়া 'বিউটিফুল ডে' গানটি।(৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো জাকা সঙ্গীতব্যান্ডের আরেকটি গান। গানের নাম 'তারা', আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040