সুরের ধারায়---চীনা গায়িকা চিন হাই সিন
  2018-06-07 09:50:21  cri



আজকের অনুষ্ঠানে চীনের বিখ্যাত একজন গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম চিন হাই সিন। ১৯৯৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকে এখন পর্যন্ত তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার বিশেষ কণ্ঠ চীনে খুবই জনপ্রিয়। একবার তার গান শুনলে ভোলা যায় না। তিনি নিজেও সংগীত রচনা করেন। দীর্ঘ এ সময়ে তিনি তার গানের উচ্চমান বজায় রেখে চলেছেন। আর পপ সংগীত নিয়ে তার নিজের বিশেষ ধারণা ও ভাবনা আছে। এসব মিলিয়ে চিন হাই সিন খুব অনন্য একজন গায়িকা হয়ে উঠেছেন।

চিন হাই সিন ১৯৭৮ সালে চীনের বেইজিংয়ের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সংগীতের অধ্যাপক। খুব ছোট থেকেই মায়ের প্রভাবে তিনি পিয়ানো ও বাঁশি শিখতে শুরু করেন এবং ক্লাসিক্যাল সংগীত শোনেন। তবে বাদ্যযন্ত্র ও ক্লাসিক্যাল সংগীতের তুলনায় চিন হাই সিন গান গাইতে বেশি পছন্দ করেন। হাইস্কুল শেষ হওয়ার পর চিন হাই সিন যুক্তরাষ্ট্র গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল। তবে আকস্মিকভাবে একজন সংগীত প্রযোজকের সঙ্গে তার দেখা হয়। সেই প্রযোজক তার গান শুনে বলেন, তোমার একজন গায়িকা হওয়া উচিত। দু'বার চিন্তা করেই চিন হাই সিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছেড়ে দেন। ১৯৯৮ সালে তিনি বিখ্যাত সংগীত কোম্পানি সনি (Sony) সংগীতে যোগ দিয়ে পেশাদার সংগীত জীবন শুরু করেন।  

১৯৯৯ সালে চিন হাই সিন তার প্রথম অ্যালবাম 'কান জাগাও' প্রকাশ করেন। তিনি এই অ্যালবামের জন্য অনেকগুলো শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান। অ্যালবামটি প্রকাশের আগে কেউ তাকে চিনত না। তবে এরপর সবাই 'হঠাত্ হাজির হওয়া তরুণ মেয়েটি'র প্রতি আকৃষ্ট হয়। তার বিশেষ কণ্ঠ সবার মনে ধরে।

২০০০ সালে চিন হাই সিন তার দ্বিতীয় অ্যালবাম 'খুব অহংকারী' প্রকাশ করেন। প্রথম অ্যালবামের চেয়ে এই অ্যালবাম আরো আকর্ষণীয়। তাই তিনি তরণদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। অ্যালবামের গান 'খুব অহংকারী'ও একটি জনপ্রিয় টিভির সিরিজের থিম গান হিসেবে ব্যবহৃত হয়। এতে আরো বেশি মানুষের কাছে তিনি পরিচিতি পান। চিন হাই সিন শুধু একজন গায়িকাই নয়। গান রচনা ও সংগীতের প্রতি তার ধারণা অনেক উন্নত। একজন তরুণ শিল্পীর এমন উন্নত ধারণা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়। তবে চিন হাই সিনের সংগীত রচনার প্রতিভা এবং দৃঢ়প্রতিজ্ঞা আছে। ২০০৬ সালে প্রযোজক হিসেবে চিন হাই সিন নতুন অ্যালবাম 'স্বাধীনতা দিবস' প্রকাশ করেন। অ্যালবামের অধিকাংশ গানও তার নিজের রচনা। এই অ্যালবামের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে, তিনি তার অসাধারণ সংগীত ধারণা বাস্তবায়ন করতে পারেন এবং তরুণীদের প্রেমসহ জীবনের বিভিন্ন বিষয়ে একজন স্বাধীন মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ধারণা দেন।

অ্যালবাম 'স্বাধীনতা দিবস' প্রকাশের পর চিন হাই সিন ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেন। যেমন, তিনি অনুষ্ঠান পরিচালনা ও ডাবিংয়ের কাজ করেছেন এবং রেডিও নাটকও তৈরি করেছেন। তিনি বলেন, বিভিন্ন ধরনের কাজ সংগীত তৈরিতে অনুপ্রেরণা দেবে। গান রচনার সময় তিনি সংগীত নিয়ে তার নিজের ধারণা ও প্রাচ্যের সংগীতের বৈশিষ্ট্য মিশ্রিত করে বিশেষ ধরনের সংগীত তৈরি করেন।

একটি ভালো কণ্ঠ সবসময় মানুষের মনে থাকবে। এটাই চিন হাইকে পছন্দ করার কারণ। অনুষ্ঠান শেষে আমরা চিন হাই সিনের আরো একটি সুন্দর গান 'সূর্যালোকের তারা' শুনবো। আশা করি শিল্পীর সুন্দর কণ্ঠটি আপনাদেরও ভালো লাগছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040