সুরের ধারায়-'তিন নম্বর রঙ'
  2018-06-07 19:47:20  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের 'সুরের ধারায়' আসরে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতিসপ্তাহের এই সময়টা আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। চীন ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক। তবে সঙ্গীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে আমি নিজেকে আপনাদের মাঝেই আবিষ্কার করি। আমার জন্য খুব সুন্দর মুহূর্ত এটি।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, প্রথমে শুনুন কন্ঠশিল্পী চেং ই খ্য-এর গাওয়া মিষ্টি একটি গান; গানের নাম 'তিন নম্বর রঙ'।(১)

বন্ধুরা, এখন শুনুন 'কনট্যুর' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী কো ইউ চিয়া। গানের কথাগুলো এমন: মূহূর্তেই তোমাকে ভালোবেসেছি/ তোমাকে দেখেই আমি নিজেকে হারিয়েছি/ তোমার প্রতিশ্রুতি আমার কাছে যেন হীরার মতোই মূল্যবান। (২)

বন্ধুরা, এখন শুনুন 'এভাবেই ভালো'। গানের কন্ঠশিল্পী লি সিয়াং। গানের কথাগুলো এমন: আমি যে-কথা বলতে পারিনি, তাকে বৃষ্টিতে মিশিয়ে দিই/ আমার মনকে এই বৃষ্টিতে লুকিয়ে রাখি/ আমি তোমাকে আরও অনেককিছুই বলতে পারি না/ এভাবেই ভালো, আর অপেক্ষা করব না। (৩)

বন্ধুরা, এখন শুনুন 'অভ্যস্ত হয়ে গেছি' নামের একটি গান। গানের কন্ঠশিল্পী ভান কো ফু। কন্ঠশিল্পী ভান কো ফু-এর জন্ম ১৯৮৬ সালের ৬ নভেম্বর মাসে। ১৯৯৮ সালে তিনি সঙ্গীত শিখতে শুরু করেন। ২০০৯ সালে তার সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আচ্ছা, শুনুন তার গান। (৪)

বন্ধুরা, এখন শুনুন 'তৃতীয় ব্যক্তি' শীর্ষক গানটি। গানের কন্ঠশিল্পী ছি উই। ছি উই-এর জন্ম ১৯৮৪ সালের ২৬ অক্টোবর। ২০০৬ সালে একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে সঙ্গীতমহলে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। তিনি খুব ভালো একজন অভিনেত্রীও বটে। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া গানটি। (৫)

বন্ধুরা, এখন শুনুন 'রাত তিনটা' শীর্ষক গানটি। গেয়েছেন কন্ঠশিল্পী সিয়াও শাং ছি। বন্ধুরা, রাত তিনটায় ঘটতে পারে অনেক ঘটনা। কেউ কেউ এসময় বিছানা ছেড়ে নতুন দিনটি শুরু করেন একটু আগেভাগেই। কেউ কেউ আবার সারারাত জেগেই থাকেন। আচ্ছা, শুনুন গানটি। (৬)

বন্ধুরা, এখন শুনুন 'ভয় নেই' নামের একটি গান। গানের কন্ঠশিল্পী সুয়েই জি ছিয়ান। সুয়েই জি ছিয়ানের জন্ম ১৯৮৩ সালের ১৭ জুলাই। তিনি একজন গায়ক, গীতিকার এবং অভিনেতা। ২০০৫ সালে একটি সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তার সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া 'ভয় নেই' গানটি। (৭)

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান। গানের নাম 'সহজ সম্পর্ক'। আশা করি এই গান আপনাদের ভালো লাগবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040