ভ্লাদিমির পুতিনকে চীনের প্রথম 'মৈত্রী পদক' প্রদান
  2018-06-08 18:50:15  cri

জুন ৮: আজ (শুক্রবার) বেইজিংয়েব গণমহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম 'মৈত্রী পদক'-এ ভূষিত করেন।

পদকপ্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ভ্লামিদির পুতিনকে এই পদক দেওয়ার মাধ্যমে তাকে চীনা জনগণের পক্ষ থেকে সম্মান ও শ্রদ্ধা জানানো হল। প্রেসিডেন্ট পুতিন বিশ্বের একজন প্রভাবশালী নেতা। তিনি চীন-রাশিয়া চমত্কার সম্পর্কের একজন অন্যতম স্রষ্টা। ২০০০ সাল থেকে এই পর্যন্ত প্রেসিডেন্ট পুতিন ১৯ বার চীন সফর করেছেন। বিদেশি নেতৃবৃন্দের মধ্যে তিনি সবচেয়ে বেশি বার চীন সফর করেছেন।

'চীনের রাষ্ট্রীয় পদক ও রাষ্ট্রীয় মর্যাদা আইন' অনুযায়ী, চীনের সমাজতন্ত্রের আধুনিকায়ন, চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করা, ও বিশ্বের শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিদেশিদেরকে 'মৈত্রী পদক' প্রদান করা যায়। এটি এ-ক্ষেত্রে চীনের সর্বোচ্চ পুরস্কার। পুতিনই প্রথম এই পদক পেলেন। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040