চৌ চিয়ে লুন
  2018-06-16 18:51:01  cri

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে মনের কথা ভাগাভাগি করে নিতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব যথেষ্ট, তবে সঙ্গীতের কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয় যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে; প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব বিখ্যাত কন্ঠশিল্পী চৌ চিয়ে লুনের পরিচয় দেবো এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনাবো।

প্রথমে শুনুন তার গান 'চলে যেও না'।(১)

বন্ধুরা, চৌ চিয়ে লুন ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি চীনের তাইওয়ানের সিনপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি পপ সঙ্গীত ক্ষেত্রে খুব বিখ্যাত। তিনি একজন গায়ক, অভিনেতা, ডিরেক্টর, গীতিকার এবং ব্যবসায়ী। এখন শুনুন তার গাওয়া আরেকটি গান, গানের নাম 'ধানের সুগন্ধ'।(২)

বন্ধুরা, ২০০০ সালে চৌ চিয়ে লুনের প্রথম এ্যালবাম 'জেই' প্রকাশিত হয়। কারণ তার ইংরেজি নাম 'jay chow'। ২০০১ সালে তার দ্বিতীয় এ্যালবাম 'ফ্যান্টাসি' রিলিজ হয়। আর এই এ্যালবাম তার সঙ্গীতের স্টাইল নির্ধারণ করে। আচ্ছা, এখন শুনুন তার আরেকটি গান, গানের নাম 'পূর্বাঞ্চলের রাজপ্রাসাদ'। (৩)

বন্ধুরা, ২০০২ সালে চৌ চিয়ে লুন 'দ্যা ওয়ান' বিশ্বব্যাপী কনসার্ট আয়োজন করেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের 'টাইম' ম্যাগাজিন তার সাক্ষাত্কার নেয়। তা সঙ্গীত ক্ষেত্রে তার এক ধরনের মর্যাদা এবং স্বীকৃতি। আচ্ছা, এখন শুনুন তার আরেকটি সুন্দর গান, গানের নাম 'স্মৃতি'। (৪)

বন্ধুরা, এখন শুনুন চৌ চিয়ে লুনের গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম 'লান থিং কবিতা'। সঙ্গীত ক্ষেত্রে চৌ চিয়ে লুন অনেক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। ২০০৪ সালে তিনি বিশ্ব সঙ্গীত পুরস্কারের চীনের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার লাভ করেন। তা খুব বড় একটি পুরস্কার এবং তা পাওয়া অনেক কঠিন। আচ্ছা, এখন শুনুন চৌ চিয়ে লুনের গাওয়া 'লা থিং কবিতা' নামে গানটি। (৫)

বন্ধুরা, গান গাওয়া ছাড়া চৌ চিয়ে লুন চলচ্চিত্রে অভিনয়েও অংশ নিয়েছেন। ২০০৫ সালে তার প্রথম চলচ্চিত্র 'ইনিশিয়াল ডি' সিনেমা হলে রিলিজ হওয়ার পর পরই অনেকের সমর্থন পান। আর চৌ চিয়ে লুন এই চলচ্চিত্রে চমত্কার অভিনয় নিয়ে একই বছরে তাইওয়ান ও হংকং-এর চলচ্চিত্রের শ্রেষ্ঠ নতুন অভিনেতার পুরস্কার লাভ করেন। আচ্ছা বন্ধুরা, এখন শুনুন চৌ চিয়ে লুনের গাওয়া আরেকটি গান, গানের নাম 'মকর'। (৬)

বন্ধুরা, গান গাওয়া, অভিনয় করা ছাড়া চৌ চিয়ে লুন চলচ্চিত্র পরিচালনাও করেছেন। ২০০৭ সালে 'যে গোপন কথা বলা যায় না' নামে চলচ্চিত্র তিনি পরিচালনা করেন। আর চলচ্চিত্রটি একই বছরে তাইওয়ানের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও লাভ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল চলচ্চিত্রের সব গান ও সঙ্গীত চৌ চিয়ে লুন নিজেই রচনা করেছেন। আচ্ছা, এখন শুনুন চৌ চিয়ে লুনের আরেকটি গান, গানের নাম 'uncle jack'।

বন্ধুরা, অনুষ্ঠান শেষে শুনুন চৌ চিয়ে লুনের আরেকটি সুন্দর গান, গানের নাম 'টাইম মেশিন'। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের বিখ্যাত কন্ঠশিল্পী চৌ চিয়ে লুনের পরিচয় দিয়েছি এবং তার সুন্দর গান শুনিয়েছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040