চীন ও রাশিয়ার যুব আইস হকি প্রতিযোগিতা উপভোগ করলেন দুই প্রেসিডেন্ট
  2018-06-09 15:20:17  cri

‌‌

জুন ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থিয়ানচিনে দু'দেশের যুব আইস হকি প্রতিযোগিতা উপভোগ করেছেন। থিয়ানচিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

রাত ৭টা ৪০ মিনিটে দুই প্রেসিডেন্ট স্টেডিয়ামে আসেন। স্টেডিয়ামে ৭ সহস্রাধিক দর্শক হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানায়। খেলোয়াড়রা দু'দেশের জাতীয় পতাকা নিয়ে দুই প্রেসিডেন্টকে আন্তরিক স্বাগত জানায়।

প্রেসিডেন্ট সি চিন পিং প্রেসিডেন্ট পুতিনকে বলেন, চীন ও রাশিয়ার যুব প্রতিযোগিতা বেশ উত্তেজনাপূর্ণ। এর মাধ্যমে দু'দেশের যুব সমাজের মৈত্রী ফুটে ওঠে। রাশিয়ার সঙ্গে আইস হকিসহ বিভিন্ন ইভেন্টে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে চীন আগ্রহী বলেও জানান প্রেসিডেন্ট সি।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যুব প্রতিযোগিতায় দু'দেশ ভালো নৈপুণ্য দেখিয়েছে। এই ধরনের প্রতিযোগিতা রাশিয়া ও চীনের মৈত্রী এগিয়ে নেওয়ার সুযোগ বলে উল্লেখ করেন তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040