কেবল ঐক্যবদ্ধ সহযোগী ও অংশীদারি সম্পর্ক গভীরতর করে স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন সম্ভব: প্রেসিডেন্ট সি
  2018-06-10 15:02:00  cri

জুন ১০: আজ (রোববার) শাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও'র ছিংতাও শীর্ষসম্মেলন সমাপ্তির অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, কেবল ঐক্যবদ্ধ সহযোগী ও অংশীদারি সম্পর্ক গভীরতর করে স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।

 

তিনি বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা মনে করেন, চলমান বিশ্ব এখন বিরাট উন্নয়ন, সংস্কার ও সমন্বয় পর্বে উপস্থিত। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরতা আরো স্পষ্ট ও ঘনিষ্ঠ হয়েছে, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার জটিল হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক হট ইস্যু বেড়েছে। এ অবস্থায় কোনো দেশ স্বাধীন বা এককভাবে উন্নত হতে পারে না। বিভিন্ন দেশ কেবল ঐক্যবদ্ধ সহযোগিতা, শান্তি সহযোগিতা বাড়ানো, পারস্পরিক সম্মান, উন্মুক্ত সহনশীলতা ও অভিন্ন স্বার্থ অর্জনের অংশীদারি সম্পর্ক গভীর করে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও উন্নয়ন বাস্তবায়ন করতে পারবে।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040