২০১৮ বিশ্বকাপ
  2018-06-18 18:27:27  cri

আজ ২০১৮ বিশ্বকাপ ফুটবলের পঞ্চম দিন। 'আমাদের টপিক' অনুষ্ঠান প্রথম প্রচার হওয়া পর্যন্ত ১১টি ম্যাচ শেষ হয়েছে। আর এখন সুইডেন ও দক্ষিণ কোরিয়ার ম্যাচ হচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের শ্রোতাবন্ধুদের মধ্যে অবশ্যই অনেক ফুটবলভক্ত আছেন।

এবার ২০১৮ বিশ্বকাপ ১৪ জুন শুরু হয়েছে, আর ১৫ জুলাই শেষ হবে। ৩২টি ফুটবল দল ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ' রাশিয়া, সৌদি আরব, মিশর ও উরুগুয়ে। গ্রুপ 'বি' পর্তুগাল, স্পেন, মরক্কো ও ইরান। গ্রুপ 'সি' ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক। গ্রুপ 'ডি' আর্জেন্টিনা আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। গ্রুপ 'ই' ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। গ্রুপ 'এফ' জার্মানি, মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ 'জি' বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া ও ইংল্যান্ড। আর গ্রুপ 'এইচ' পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া ও জাপান। উল্লেখ্য, নারী ভক্তদের উচিত জানা যে, এবার বিশ্বকাপে ইতালি দল নাই।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040