ইউন নানে প্রথম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতামূলক ফোরাম সমাপ্ত
  2018-06-16 19:26:30  cri

জুন ১৫: প্রথম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতামূলক ফোরাম গতকাল (শুক্রবার) চীনের ইউন নান প্রদেশের ইয়ু সি শহরে শেষ হয়েছে। এ ফোরামের প্রতিপাদ্য ছিলো 'দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও সহনশীল উন্নয়ন অগ্রসর করা'।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউন নান প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে এ ফোরাম আয়োজিত হয়। এ দিন বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং মিয়ানমার ও ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর চার শতাধিক প্রতিনিধি 'চীন-দক্ষিণ এশিয়া দারিদ্র্যবিমোচন অভিজ্ঞতা বিনিময় প্রদর্শনী, চীন-দক্ষিণ এশিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকসহ ফোরামের নানা অনুষ্ঠানে অংশ নেন। ইউন নান প্রাদেশিক সরকারের বৈদেশিক কার্যালয়ের পরিচালক লি চি মিং এ ফোরামের সাফল্য সম্পর্কে জানান, এবারের ফোরামের মাধ্যমে 'ফোরাম-ব্যবস্থা' গঠিত হবে। বিভিন্ন দেশ চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতামূলক ফোরামকে যৌথ আলোচনা, যৌথ প্রতিষ্ঠা ও সমন্বিত অর্জনের লক্ষ্যে চীন ও দক্ষিণ এশিয়ার দেশসমূহ সরকারের মধ্যকার সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক আদান-প্রদান ও জ্ঞান ভাগাভাগির প্ল্যাটফর্মে পরিণত করবে। প্রতি বছর একবার এ ফোরাম অনুষ্ঠিত হবে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040