চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর বাবার পরিবার ও দেশপ্রেম
  2018-06-17 18:43:56  cri
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র অফিসে স্পষ্টভাবে পরিবারের বেশ কয়েকটি ছবি রাখা আছে। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, তিনি হুইল চেয়ারে বসা তাঁর বাবাকে নিয়ে স্ত্রী ও মেয়ের সাথে হাটাহাটি করছেন।

পরিবারের ওপর গুরুত্বারোপ করা এবং বাবা মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও ভালোবাসা– চীন জাতির এ সুন্দর গুণ সি চিন পিং'র মনে খোদাই রয়েছে।

সি চিন পিং, তাঁর বাবা সি জোং স্যুন, তাঁর স্ত্রী পেং লি ইউয়ান ও তাঁর মেয়ে

বাবার কাছে শেখার অনেক কিছু আছে:

প্রেসিডেন্ট সি চিন পিং একটি উষ্ণ ও সম্প্রীতিময় পরিবারে বড় হয়েছেন। সে সময় রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী সি জোং স্যুন অর্থাত সি চিন পিং'র বাবা কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তাঁর চার সন্তানকে খুব ভালোভাবে লালন পালন করেন এবং তাদের সুশিক্ষা দেন।

সি চিন পিং'র মনে তাঁর বাবা খুব আন্তরিক ও প্রতিশ্রুতিশীল। বাবার মতো মানুষ হতে চান সি চিন পিং। সি চিন পিং'র মনে তাঁর বাবা পার্টি ও জনগণের কল্যাণে খুব পরিশ্রম করেন এবং কারো কাছে নিজের উজ্জ্বল কর্মক্ষমতা প্রদর্শন করেন না। তাঁর বাবার মতো কাজ করতে চান সি চিন পিং। সি চিন পিং'র মনে তাঁর বাবা সঠিক পথে এগিয়ে যাওয়ায় দৃঢ় প্রতিজ্ঞ। বাবার চেতনায় সি চিন পিংও খুব সচেতন।

প্রেসিডেন্ট সি'র বাবার ৮৮তম জন্মবার্ষিকী

কাজের ব্যস্ততার কারণে সি তাঁর বাবার জন্মবার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি, তবে এক অভিনন্দনবার্তা পাঠান তিনি। সি চিন পিং'র বার্তা পড়ার পর সি জোং স্যুন বলেন, কাজ ও দেশ সব কিছুর উপরে। মানুষের সেবা করা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। সি জোং স্যুন'র কথা সি চিন পিং'র মনে অনেক প্রভাব ফেলে।

১৯৭৮ সালের অগাস্ট মাসে হাই নান প্রদেশে সি জোং স্যুন ও গ্রীষ্মকালীন ছুটিতে প্রশিক্ষণরত সি চিন পিং

সি চিন পিং কর্মকর্তা হওয়ার পর সি জোং স্যুন তাকে বলেন, তুমি যত বড় কর্মকর্তা হওনা কেন, সবসময়ই আন্তরিকভাবে মানুষকে সেবা করা এবং তাদের কল্যাণে কাজ করার কথা মনে রাখবে।

সি চিন পিং সবসময় বাবার বলা কথা মনে রাখেন এবং এটাকে লক্ষ্য হিসেবে নিয়েই কাজ করে আসছেন। সি বলেন, নিজের বাবা-মাকে যেভাবে ভালোবাসি, ঠিক একইভাবে মানুষকেও ভালোবাসবো।

দারিদ্র্য বিমোচনে ব্যস্ত সি চিন পিং

সি চিন পিং চীনের সব অতি দরিদ্র অঞ্চলে পা রাখার প্রতিশ্রুতি পালন করেছেন। তাঁর প্রচেষ্টায় চীনের দারিদ্র্য বিমোচনের হার ১০.২ শতাংশ থেকে কমে ৪ শতাংশে দাঁড়িয়েছে। ৬ কোটিরও বেশি লোক দারিদ্র্যমুক্ত হয়েছে।

সি চিন পিং চীনের লক্ষ লক্ষ মানুষের সুন্দর জীবনকে নিজের কর্তব্য হিসেবে চিহ্নিত করেছেন, যাতে চীনা মানুষ আরও ভালো শিক্ষা গ্রহণ, আরও স্থিতিশীল কর্ম, আরও সন্তোষজনক বেতনভাতা, আরও উচ্চ পর্যায়ের চিকিত্সা পাওয়া, আরও আরামদায়ক বসবাস, আরও সুন্দর পরিবেশ এবং আরও সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন পেতে পারেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040