উগান্ডা সফর করেছেন চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং
  2018-06-17 17:18:17  cri
জুন ১৭: উগান্ডা সরকারের আমন্ত্রণে চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং গত ১৩ থেকে ১৬ জুন পর্যন্ত উগান্ডা সফর করেন।

সফরের সময় তিনি পৃথকভাবে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি, স্পিকার রেবেকা কাদাগা, ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড সেকান্দি এবং প্রধানমন্ত্রী রুহুকানা রুগান্ডার সঙ্গে সাক্ষাত করেন।

প্রেসিডেন্ট মুসেভেনির সঙ্গে সাক্ষাতের সময় ওয়াং ইয়াং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং'র আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে এটি তাঁর প্রথম উগান্ডা সফর। এ সফরের লক্ষ্য দু'দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা এবং চীন-উগান্ডা সম্পর্ক উন্নয়ন করা। চীন ও আফ্রিকা একে অপরের যৌথ স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি। উগান্ডাসহ আফ্রিকার বিভিন্ন দেশের সামাজিক ব্যবস্থা উন্নয়নে সমর্থন করে চীন।

সফরের সময় ওয়াং ইয়াং উগান্ডায় চীনের সহায়তাকারী চিকিত্সকদলকে দেখতে যান এবং দেশটির দ্বিতীয় ড্রাগন নৌকা উত্সবে অংশ নেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040