চীনের অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি বজায় থাকবে: চীনা বিশেষজ্ঞ
  2018-06-17 17:19:19  cri
জুন ১৭: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে চীনের অর্থনীতি স্থিতিশীল আছে। চীনের অর্থনীতিতে 'কাঠামো সুবিন্যাস্ত, নতুন চালিকাশক্তি শক্তিশালী' এ লক্ষণ দেখা দিয়েছে। যার ফলে আগামীতে চীনের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে বলে মন্তব্য করেছেন চীনের বেশ কয়েকজন বিশেষজ্ঞ।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ এক পরিসংখ্যানে জানা গেছে, গত জানুয়ারি থেকে মে পর্যন্ত চীনে বড় আকারের প্রতিষ্ঠানের শৈল্পিক মূল্য আনুমানিকভাবে ৬.৯ শতাংশ বেড়েছে। বড় আকারের পরিষেবা শিল্পের মুনাফাও আনুমানিকভাবে ৮.৪ শতাংশ বেশি। এ প্রসঙ্গে চীনের ইলেক্ট্রনিক তথ্য একাডেমির অর্থনীতি গবেষণালয়ের পরিচালক ছিন হাইলিন বলেন, বর্তমানে চীনের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে।

চীনের জাতীয় তথ্য কেন্দ্রের পূর্বাভাস বিষয়ক উপ-পরিচালক নিউ লি বলেন, গত দু'বছরে চীনের সরবরাহ ব্যবস্থার সংস্কারে বাস্তব অগ্রগতি অর্জিত হয়েছে। সরকার অব্যাহতভাবে প্রশাসনের সহজায়ন জোরদার করছে, বিশেষ করে কাঁচামালের খরচ কমানো, বাণিজ্যিক পরিবেশ উন্নতিসহ নানা খাতে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং বলেন, আমদানি বাড়ানোর পাশাপাশি চীন রপ্তানি বাড়াতে চেষ্টা চালাচ্ছে, যাতে বৈদেশিক বাণিজ্যিক আমদানি রপ্তানির ভারসাম্য উন্নয়ন সাধিত হতে পারে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040