বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
  2018-06-17 19:02:44  cri

কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আগামী ১ জুলাই দুদিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রধান জিম ইয়ং কিম।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের আবাসিক পরিচালক কিমিয়াও ফ্যান জানান, তাদের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০ কোটি ডলার অনুদান দিতে পারে বলে আশা করা হচ্ছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040