চীনের উন্মুক্তকরণের প্রতিজ্ঞা বিশ্বায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ: ওইসিডি'র বিশেষজ্ঞ
  2018-06-18 16:23:51  cri
জুন ১৮: চীনের উন্মুক্তকরণের প্রতিজ্ঞা বিশ্বায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-র বিশেষজ্ঞ মার্গিট মলনার।সম্প্রতি সিআরআইকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেন মার্গিট।

মার্গিট বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ বিশ্বের জন্য অবদান, বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বর্তমানে চীনের প্রবৃদ্ধি কিছুটা কমে যাওয়া সত্ত্বেও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তার অবদান তিন ভাগের এক ভাগ। মাঝারি ও দীর্ঘমেয়াদিতে এ পরিমাণ পরিবর্তিত হবে না। তাই চীনের সংস্কার ও উন্মুক্তকরণের বিশ্বের জন্য সর্বোচ্চ অবদান হচ্ছে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবদান।

মার্গিট মনে করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া সংস্কার ও উন্মুক্তকরণ নীতির কারণে চীনের উন্নয়নের চিন্তাধারা ও পদ্ধতির পরিবর্তন ঘটেছে। কাঠামোগত সংস্কারসহ নানা খাতে চীন যে অগ্রগতি অর্জন করেছে, তা থেকে অন্যান্য দেশের জন্য উন্নয়নের অভিজ্ঞতা গ্রহণ তাত্পর্যপূর্ণ। বাজার ব্যবস্থা চীনের অর্থনীতির উচ্চ গতির প্রবৃদ্ধির মূল কারণ বলে মনে করেন মার্গিট। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040