চীনের অর্থনীতির প্রবৃদ্ধি স্থিতিশীল
  2018-06-18 18:18:46  cri
জুন ১৮: গত মে মাসে চীনের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধির প্রবণতা বজায় ছিলো। এ সময় পুরোনো থেকে নতুন চালিকাশক্তিতে পরিণত হবার গতি দ্রুততর হয়েছে, যা বিনিয়োগের বাজারের স্থিতিশীলতার জন্য দৃঢ় ভিত্তি প্রদান করেছে।

সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র মাও শেং ইয়ো বলেন, গত মে মাসে চীনে উত্পাদন ও চাহিদার অবস্থা ছিলো মোটামুটি স্থিতিশীল, কর্মসংস্থান অব্যাহতভাবে বেড়েছে, পণ্যের মূল্য বেড়েছে কিছুটা, সরবরাহের কাঠামো ও শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা দিন দিন উন্নত হয়েছে।

উত্পাদনের ক্ষেত্রে গত মে মাসে চীনের অভ্যন্তরীণ বড় আকারের প্রতিষ্ঠানের শৈল্পিক মূল্য আনুমানিকভাবে ৬.৮ শতাংশ বেড়েছে। বড় আকারের পরিষেবা শিল্পে উত্পাদনের সূচক আনুমানিকভাবে ৮.১ শতাংশ বেশি।

চীনের নান খেই বিশ্ববিদ্যালয়ের অর্থ উন্নয়ন গবেষণালয়ের মহাপরিচালক থিয়েন লি হুই মনে করেন, সামষ্টিক অর্থনীতির প্রবৃদ্ধি বিনিয়োগের বাজারের জন্য অনুকূল। পুরোনো থেকে নতুন চালিকাশক্তিতে পরিণত হবার কারণে স্টকে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর গুণগতমান, বিনিয়োগের বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যাপক বিনিয়োগকারীদের কল্যাণ বয়ে আনা হবে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040