ছিংতাও শহরে অনুষ্ঠিত প্রথম শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য-দেশের চলচ্চিত্র উত্সব সমাপ্ত
  2018-06-18 18:21:29  cri

জুন ১৮: প্রথম শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্য-দেশের চলচ্চিত্র উত্সব গতকাল (রোববার) চীনের ছিংতাও শহরে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে 'গোল্ডেন সিগাল অ্যাওয়ার্ড' বিতরণ করা হয়। চীনা চলচ্চিত্র 'এন্টার দ্যা ফরবিডেন সিটি' ও আফগানিস্তানের চলচ্চিত্র 'মিনা ওয়াকিং' যৌথভাবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং 'মিনা ওয়াকিং'-এর পরিচালক ইয়োসেফ বারাকি সেরা পরিচালকের পুরস্কার পান।

রাশিয়া, ভারত, কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া ও চীনা চলচ্চিত্রের সঙ্গে জড়িতরা যথাক্রমে সেরা চিত্রনাট্যকার, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

উল্লেখ্য, এসসিও-র সদস্য-দেশের চলচ্চিত্র উত্সব ১৩ জুন শুরু হয় এবং ৫ দিনে ছিংতাও শহরের ১০টি সিনেমায় ৫৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। প্রায় ৫০ হাজার দর্শক এসব চলচ্চিত্র উপভোগ করেন। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040