শাংহাইয়ে 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্রসংক্রান্ত সাংস্কৃতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
  2018-06-19 10:57:46  cri

জুন ১৯: ২১তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে 'এক অঞ্চল, এক পথ'সংক্রান্ত ধারাবাহিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চলচ্চিত্রসংক্রান্ত সাংস্কৃতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে ভারত, নেদারল্যান্ডস, রাশিয়া, মিশর, ফিলিপিন্স ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিরা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চলচ্চিত্র জোটের তাত্পর্য, ভবিষ্যত্ উন্নয়ন এবং পরবর্তী সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

ভারতের মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শিল্প পরিচালক ম্যাডাম স্মৃতি কিরান বলেন, 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র জোটের মাধ্যমে আমাদের সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। বিনিময় ও যোগাযোগের মাধ্যমে চলচ্চিত্রে বিভিন্ন দেশের নব্যতাপ্রবর্তনের ধারণা ও সর্বেশেষ অবস্থা জানা গেছে।

রুশ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শিল্প পরিচালক কিরিল রাজলগোভ বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের চলচ্চিত্রকে সুষ্ঠুভাবে জানার সুযোগ হয়েছে। সেই সঙ্গে, চলচ্চিত্র খাতে 'এক অঞ্চল, এক পথ'সংক্রান্ত দেশগুলোর বহুমুখী উন্নয়ন প্রবণতাও উপলব্ধি করেছি আমরা।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040