শাংহাইয়ে 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র সপ্তাহ চলছে
  2018-06-19 15:07:19  cri

শাংহাইয়ে এখন '২১তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব' চলছে। এতে প্রথমবারের মতো 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র সপ্তাহ শুরু হয়। এর উদ্দেশ্য 'এক অঞ্চল, এক পথ'সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রবিষয়ক সাংস্কৃতিক বিনিময় গভীরভাবে উন্নত করা, চলচ্চিত্র সংস্কৃতি ও শিল্পে গভীর বিনিময়ের একটি উন্মুক্ত সহযোগিতার মঞ্চ স্থাপন করা।

গতকাল (সোমবার) বিকালে 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র সংস্কৃতি গোল টেবিল ফোরাম শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। রোমানিয়া, মালয়েশিয়া, ভারত ও মিশরসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। তারা 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র উত্সবের তাত্পর্য ও ভবিষ্যত্সহ বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় করেছেন এবং আঞ্চলিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এদিনের ফোরামে রোমানিয়ার ট্রানসিলভানিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের চেয়ারম্যান তুদোরগিউগিও বলেন, রোমানিয়া খুব শিগগির একটি নতুন আইন ঘোষণা করবে। যার মাধ্যমে বিদেশি চলচ্চিত্রের ওপর থেকে কর কমানো হবে। তিনি বিশ্বাস করেন, এটি আন্তর্জাতিক চলচ্চিত্র জোটের জন্য খুব আকর্ষণীয় একটি আইন হবে। তিনি বলেন,

সম্প্রতি সরকারে বিদেশি চলচ্চিত্র দলের কর কমাতে একটি আইন অনুমোদন হয়েছে। এতে রোমানিয়ায় বিদেশি চলচ্চিত্র দলের চলচ্চিত্র তৈরি করতে ৩৫ শতাংশ খরচ কমে যাবে। আগামী মাসে এই আইন প্রকাশিত হবে। আমি জানি, গত বছর রোমানিয়ায় কয়েকটি মার্কিন ও ভারতীয় চলচ্চিত্র তৈরি হয়েছে। আমার জানার মতে, কোনো চীনা চলচ্চিত্র আমার দেশে তৈরি হয়নি। আর দু'পক্ষের মধ্যে অনেক চলচ্চিত্র সহযোগিতা চলছে।

শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ১৯৯৩ সাল থেকে শুরু হয়। এই পর্যন্ত ২০ বছরেরও বেশি সময় পার হয়েছে। এখন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এই উত্সবের জন্য নতুন বিষয় যুগিয়েছে। ২০১৬ সালে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব 'এক অঞ্চল, এক পথ'কে আন্তর্জাতিক প্রদর্শনীর একটি স্থায়ী অংশ হিসেবে নির্ধারণ করা হয়। ২০১৭ সালে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'এক অঞ্চল, এক পথ' ধারাবাহিক অনুষ্ঠানে হাঙ্গেরি, গ্রিস ও ফিলিপিন্সসহ ১৩টি দেশের চলচ্চিত্র উত্সব ও চলচ্চিত্র সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন। এতে 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র সহযোগিতা স্মরকলিপি স্বাক্ষরিত হয়েছে। চলতি বছর 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র সপ্তাহ চলাকালে শাংহাই চলচ্চিত্র উত্সব বুলগেরিয়া, মিশর, গ্রিস ও ভারতসহ ২৯টি দেশের ৩১টি চলচ্চিত্র সংস্থার সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র ইউনিয়ন স্থাপন করা হয়েছে। শাংহাই চলচ্চিত্র উত্সব কেন্দ্রের ম্যানেজার ফু উন সিয়া বলেন,

এই সহযোগিতা ব্যবস্থার মাধ্যমে আমাদের বন্ধুর সংখ্যা বেড়েছে। এই সহযোগিতা ব্যবস্থার মাধ্যমে আমাদের সহযোগিতা শুধুই দ্বিপক্ষীয় সহযোগিতা নয়, বরং তা বহুপক্ষীয় সহযোগিতা হতে পারবে।

'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র উত্সব ইউনিয়নের সহযোগিতার বিষয়ের মধ্যে রয়েছে, চলচ্চিত্রের মাধ্যমে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা, অন্য দেশে বিভিন্ন দেশের চলচ্চিত্রের প্রদর্শন বাড়ানো, বিভিন্ন দেশের মধ্যে চলচ্চিত্র উত্সবের বিচারক ও বিশেষ প্রতিনিধির পারস্পরিক মনোনয়ন জোরদার করা।

জানা গেছে, এবারের শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র সপ্তাহের ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রদর্শন, 'এক অঞ্চল, এক পথ' চলচ্চিত্র নাইট ইত্যাদি অনুষ্ঠান। এর মাধ্যমে চীনা দর্শকরা চলচ্চিত্রের মাধ্যমে আরো বেশি দেশ ও অঞ্চলের সংস্কৃতিকে উপলব্ধি করতে পারবে। তা বিভিন্ন দেশের শিল্পীদের বিনিময়ের একটি নতুন মঞ্চও স্থাপন করবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040