সহজ চীনা ভাষা-'লেজের তুলনা'
  2018-07-16 15:42:15  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

আজ আমরা এর ষষ্ঠ পাঠ থেকে কিছু শেখাবো। চীনের প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণীর ষষ্ঠ পাঠ 'লেজের তুলনা'। আর এর চীনা ভাষা হলো, 比尾巴 bǐ wěi bā। প্রথমে আমরা এই পাঠের চীনা ভাষার রেকর্ডিং শুনবো।

(রেকর্ডিং)

বন্ধুরা, এই পাঠের প্রথম বাক্য 誰的尾巴長shuí de wěi bā cháng. এখানে কিছু নতুন শব্দ আছে।

誰shuí মানে কে

誰的shuí de মানে কার

尾巴wěi bā মানে লেজ

長cháng মানে লম্বা

দ্বিতীয় বাক্য: 誰的尾巴短shuí de wěi bā duǎn

এই বাক্যে 短duǎn মানে খাটো।

দ্বিতীয় বাক্য: 誰的尾巴好像一把傘shuí de wěi bā hǎo xiàng yī bǎ sǎn

এই বাক্যে 好像hǎo xiàng মানে যেন, 一把yī bǎমানে একটি, তা একটি পরিমাপ শব্দ। 傘sǎn মানে ছাতা।

এই পাঠের দ্বিতীয়াংশ:

猴子的尾巴長hóu zǐ de wěi bā zhǎng

এই বাক্যে 猴子hóu zǐ মানে বানর

兔子的尾巴短tù zǐ de wěi bā duǎn

এই বাক্যে 兔子tù zǐ মানে খরগোশ

松鼠的尾巴好像一把傘sōng shǔ de wěi bā hǎo xiàng yī bǎ sǎn

এই বাক্যে 松鼠 sōng shǔ মানে কাঠবিড়াল

আরো কয়েকটি নতুন শব্দ আছে:

彎wān বাঁকা

扁biǎn চ্যাপ্টা

好看 hǎo kàn সুন্দর

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040