ঢাকায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাত
  2018-07-24 10:25:58  cri

জুলাই ২৪: ঢাকায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে গতকাল (সোমবার) সাক্ষাত করেন সেদেশে চীনের রাষ্ট্রদূত চাং চুও।

 

সাক্ষাতে রাষ্ট্রদূত চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস স্মরণ করেন এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় অনেক বেড়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'আনন্দময় বসন্ত উত্সব', 'দড়াবাজি প্রশিক্ষণ' ইত্যাদি বিভিন্ন প্রকল্পে দু'দেশের শিল্পীদের অবদান রয়েছে। আগের মতো ভবিষ্যতেও পারস্পরিক সফর, সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এসময় বহু বছর ধরে তাঁর দেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নূর। তিনি বলেন, দু'দেশের জনগণের মৈত্রীর সুষ্ঠু ভিত্তি রয়েছে এবং চীন বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার। তিনি দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে তাঁরা 'চীন-বাংলাদেশ সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি ২০১৮-২০২১'-এর প্রস্তুতি, বাংলাদেশি অ্যাক্রোব্যাটিকস শিক্ষার্থীদের প্রশিক্ষণ, দু'দেশের মধ্যে জাদুঘর ও গ্রন্থাগার পর্যায়ের সহযোগিতা, ইত্যাদি বিষয় নিয়েও মত বিনিময় করেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040