কিগালিতে রুয়ান্ডার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2018-07-24 10:39:11  cri

জুলাই ২৪: গতকাল (সোমবার) রুয়ান্ডার রাজধানী কিগালিতে সেদেশের প্রেসিডেন্ট পল ক্যাগামের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে দু'নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অর্জিত সাফল্য ও দু'দেশের মধ্যে ভবিষ্যত-সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

 

বৈঠকে সি চিন পিং গত বছরের মার্চে প্রেসিডেন্ট ক্যাগামের সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করে বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও মৈত্রীর প্রশ্নে দু'দেশের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন কৌশলগত দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা এবং পারস্পরিক সমর্থন অব্যাহত রাখা জরুরি। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে রুয়ান্ডার অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে রুয়ান্ডায় পুঁজি বিনিয়োগে উত্সাহ দিয়ে যাচ্ছে তাঁর সরকার।

প্রেসিডেন্ট সি আরও বলেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা চীনের বিদেশিনীতির গুরুত্বপূর্ণ অংশ। আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বের ভুমিকাপালন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আরও বেশি অবদান রাখাকে সমর্থন করে বেইজিং।

জবাবে পল ক্যাগামে দীর্ঘকাল ধরে অবকাঠামো, কৃষি, ও শিক্ষা খাতে সহযোগিতা দিয়ে যাওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করবে এবং বিভিন্ন খাতের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করবে। তিনি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আসন্ন বেইজিং শীর্ষসম্মেলনের সাফল্য কামনা করেন। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040