হান ও তিব্বতি স্থাপত্যশিল্পের সমন্বয় হয়েছে শালু মঠে
  2018-07-26 17:42:30  cri

জুলাই ২৬: শালু মঠ চীনের তিব্বত স্বায়ত্তশাসিত এলাকার শিকাজে-এ অবস্থিত। চীনের হান ও তিব্বতি স্থাপত্যশিল্প এখানে দারুণভাবে সমন্বিত হয়েছে।

১০৮৭ সালে এই মঠ তৈরি করা হয়। এটি তিব্বতের বৌদ্ধধর্মের শালু শাখার কেন্দ্র ও তাও মতবাদের স্থান। শালু মঠের মেঝের আয়তন ১হাজার ৫শ বর্গমিটার। এখানে হান ও তিব্বতি জাতির ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন রয়েছে।

শালু মঠে মূর্তি এবং সমৃদ্ধ ভাস্কর্য রয়েছে। এতে নেপাল ও ভারতের শৈল্পিক সৌন্দর্য অনুভব করা যায়। তা চীন, নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশের বৌদ্ধ সংস্কৃতির বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ।

(জিনিয়া/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040