'পিতা আর আমি'
  2018-07-28 20:11:32  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে শুরুতে আমি আপনাদেরকে চীনা নারী কন্ঠশিল্পী লিউ রুই ছি'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৯৩ সালের ২ সেপ্টেম্বর আনহুই প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে তিনি নিজের কন্ঠের গান ওয়েবসাইটে পোস্ট করার পর জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'আসলে' নামের গান। গানটি চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চৌ চিয়ে লুন'র গান। ২০১৪ সালে লিউ রুই ছি নিজের কন্ঠে গানটি ওয়েবসাইটে পোস্ট করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ রুই ছি'র কন্ঠে 'আসলে' নামের গান। ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি হুনান প্রদেশের টিভিকেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং শ্রেষ্ঠ বারো প্রতিযোগীর নাম তালিকায় অন্তর্ভুক্ত হন। একই বছরের অক্টোবরে তিনি নিজের গান প্রকাশ করেন। ৬ নভেম্বর তিনি নিজের প্রথম ইপি প্রকাশ করেন। ডিসেম্বরে তিনি এমভি প্রকাশ করেন। ২০১৪ সালের ১৭ মে মাসে তিনি প্রথম নিজের সংগীত পুরস্কার লাভ করেন। ১১ সেপ্টেম্বর তিনি আরেকটি গান প্রকাশ করেন। ২৫ সেপ্টেম্বর লিউ রুই ছি দ্বিতীয় ইপি প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সাত মাইলের সুগন্ধ' নামের গান শোনাবো। এটিও চৌ চিয়ে লুনের গান। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ রুই ছি'র কন্ঠে 'সাত মাইলের সুগন্ধ' নামের গান। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি নতুন সংগীতের এমভি প্রকাশ করেন। ২৮ মে তিনি আরেকটি নতুন গান প্রকাশ করেন। ১৫ ডিসেম্বর তিনি 'ভালবাসার অনুশীলন প্রয়োজন' নামের গান প্রকাশ করেন। ২০১৬ সাল থেকে তিনি বিভিন্ন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের আমন্ত্রণে বিশেষ অনুষ্ঠান পরিবেশনা শুরু করেন। একই বছরের ১৯ ডিসেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ইউকুলেলে' শীর্ষক গান শোনাবো। এটি প্রথম চৌ চিয়ে লুন গেয়েছিলেন। ২০১২ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লিউ রুই ছি'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের বিখ্যাত মঙ্গোলীয় জাতির কন্ঠশিল্পী টেংগরির (Tengri) সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬০ সালে চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়িত্তশাসিত অঞ্চলের ওতোগ বানারে (OtogBanner) জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা ও চীনা কন্ঠশিল্পী সমিতির সদস্য। ১৯৮৯ সালে তিনি চীনের পপ সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। ১৯৮৬ সালে তিনি 'মঙ্গোল' নামের গানের সুর রচনা করেন এবং গানটিতে কণ্ঠ দেন। এরপর তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মঙ্গোল' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন টেংগরির কন্ঠে 'মঙ্গোল' নামের গান। ১৯৮৮ সাল থেকে তিনি গানের সুর রচনা ও কথা লেখা শুরু করেন। ১৯৯২ সালে তিনি চীনের তাইপেইতে কনসার্ট আয়োজন করেন। তিনি তাইওয়ানে জনপ্রিয় হয়ে ওঠেন তখন থেকেই। ১৯৯৩ সালে তিনি ছাংলাং নামের ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং ব্যান্ডের প্রধান গায়কের দায়িত্ব পালন করা শুরু করেন। ১৯৯৪ সালে তিনি 'কালো ঘোড়া' নামের চলচ্চিত্রের থিম সংগীত রচনা করেন এবং গানটি ১৯তম মন্ট্রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ সংগীত পুরস্কার লাভ করে। ২০০১ সালের জুন মাস থেকে তিনি চীনা রাষ্ট্রীয় পরিষদের বিশেষ সরকারি ভাতা পেতে শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পিতা আর আমি' নামের গান শোনাবো। গানটি ১৯৯১ সালে রিলিজ হয়। এ বছরে তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া সংগীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ চীনা সংগীত পুরস্কার লাভ করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন টেংগরির কন্ঠে 'পিতা আর আমি' নামের গান। ২০০২ সালের এপ্রিলে তিনি 'রাজধানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবুজ দূত' ও 'প্রেম দূত' উপাধি লাভ করেন। ২০০৪ সালে তিনি 'শ্রম দিবসের পুরস্কার' লাভ করেন। ২০১৭ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তাকে "পোলারিস" পদক প্রদান করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সান মাও' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040