সুরের ধারায়-'প্রেমের গান'
  2018-07-31 19:09:06  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

বন্ধুরা, প্রথমে শুনুন 'লস এ্যাঞ্জেলেসে সাড়ে দশটা বাজে' নামে একটি গান। (১)

বন্ধুরা, একটি সত্যি কথা বলুন তো, আপনি প্রিয় মানুষের জন্য কি কি করতে পারেন? সত্যি কথা বলুন, তাকে ছাড়া আপনি আর কাউকে ভালোবাসেন না। হ্যাঁ, ভালোবাসার ক্ষেত্রে সত্য কথা বলা খুব গুরুত্বপূর্ণ। তা হল আস্থার ভিত্তি। আচ্ছা, এখন শুনুন 'সত্যি কথা বলি' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী চেং সি।(২)

প্রিয় বন্ধুরা, প্রেমের গান অনেকে প্রিয়। মনোমুগ্ধকর কথা এবং সুন্দর সুর ঠিক মানুষের মনের ভালোবাসা এবং মনের গোপনীয় কথা তুলে ধরতে পারে। তাহলে এখন আপনাদের শোনাবো 'প্রেমের গান' নামে একটি গান, গানের কন্ঠশিল্পী ছেন সান নি। (৩)

বন্ধুরা, প্যারিসের কথা উল্লেখ করলে আপনার মনে কি কি শব্দ ভেসে উঠবে? অনেকেই বলে, প্যারিস খুব রোমান্টিক এক শহর। সেই শহরের বাতাসেও যেন গোলাপের সুগন্ধ ভেসে আছে। তাহলে এখন আপনাদের শোনাবো 'একজনই প্যারিসে যাবো' নামে একটি সুন্দর গান, গানের কন্ঠশিল্পী ইং ইউ লিন। (৪)

প্রিয় বন্ধুরা, ইন্টারেট প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে ওয়েবসাইটে বিভিন্ন সঙ্গীতের মঞ্চ দেখা যায়। আর অনেক প্রতিভাবান তরুণ তরুণী এমন মঞ্চে নিজের গাওয়া গান পোস্ট করার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর খো তাদের মধ্যে একজন। তার কন্ঠ খুব মিষ্টি এবং সরল। আচ্ছা, এখন শুনুন তার গাওয়া একটি গান, গানের নাম 'প্রশ্ন'।(৫)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আর খো-এর গাওয়া আরেকটি মধুর গান, গানের নাম 'চেরিফুলের মত রোমান্টিক'। আশা করি গানটি আপনার পছন্দ হবে। (৬)

প্রিয় বন্ধুরা, শুনলেন আর খো-এর গাওয়া দু'টি সুন্দর গান। এখন আপনাদের শোনাবো একটি প্রেমের গান, গানের নাম 'আসলে আমি কিছুই ভালো করতে পারি না'। গানের কন্ঠশিল্পী হান জুন লিন। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো একটি খুব আনন্দের গান, গানের নাম 'bling, bling, bling'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040