সিঙ্গাপুরে ব্রুনেইয়ের কূটনৈতিক ও বাণিজ্য উপমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2018-08-05 17:09:12  cri

আগষ্ট ৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (রোববার) সিঙ্গাপুরে ব্রুনেইয়ের কূটনৈতিক ও বাণিজ্য উপমন্ত্রী দাতো সেরি পাদুকা হাজি এরিওয়ানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন এবং ব্রুনেই হচ্ছে পরস্পরের প্রতিবেশী, বন্ধু, ও ঘনিষ্ঠ অংশীদার। দু'দেশের নেতৃবৃন্দ দু'পক্ষের মধ্যে আন্তরিক সম্পর্ক স্থাপন করেছেন, যা সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

ওয়াই ই আরও বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দু'দেশ একযোগে কাজ করে যাবে। তা ছাড়া, চীন ব্রুনেইর সঙ্গে উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও ব্রুনেইয়ের "২০৩৫ পরিকল্পনা"-কে সংযুক্ত করতে চায়। এতে দু'দেশের সহযোগিতার সম্পর্ক উন্নত হবে । (আকাশ/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040