বিশ্ববিদ্যালয় পাঠাগারে শিশুদের প্রবেশ নিষেধ!
  2018-08-07 10:22:22  cri

চীনে শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আর্ট গ্যালারি, লাইব্রেরিতে এখন সবসময় শিশুদের দেখা যায়। পাশাপাশি শান্ত এসব স্থান হঠাত্ করেই যেন বেশ সরগরম হয়ে ওঠে। কোনো কোনো শিশু ছুটোছুটি করছে, খেলছে! যেন এ জায়গাগুলো তাদের খেলার মাঠ! সম্প্রতি শেনচেন শহরের 'বিশ্ববিদ্যালয় শহর'-এর লাইব্রেরি ১৪ বছর ও তার চেয়ে কম বয়সী শিশুদের তাদের পাঠাগারে প্রবেশ নিষিদ্ধ করেছে। কেউ কেউ মনে করেন, এ ব্যবস্থার মাধ্যমে পাঠাগারের শান্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ রক্ষা করা হবে। কেউ কেউ মনে করছেন, এ নীতি একতরফা, যারা মাতাপিতার সঙ্গে লাইব্রেরিতে আসে তাদের জন্য এ নিষেধাজ্ঞা দরকার নেই।

আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040