চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪০ বছর পূর্তিতে বেইজিংয়ে আন্তর্জাতিক একাডেমিক সেমিনার
  2018-08-12 19:29:38  cri

অগাস্ট ১২: গতকাল (শনিবার) বেইজিংয়ে চীন-জাপান বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪০ বছর পূর্তিতে আন্তর্জাতিক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য ছিল, 'চুক্তির চেতনায় বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীরতর করা'। চীন ও জাপানের শতাধিক পণ্ডিত ও প্রতিনিধি এতে অংশ নেন। তারা চীন-জাপান সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং এর দীর্ঘকালীন স্বাস্থ্যকর স্থিতিশীল উন্নয়নে নানা প্রস্তাব দেন।

চীনের সাবেক রাষ্ট্রীয় কাউন্সিলর তাই বিং কুও এতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। চীনের সামাজিক ও বৈজ্ঞানিক একাডেমির মহাপরিচালক সিয়ে ফু চান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা এতে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

তাই বিং কুও বলেন, চীন-জাপান সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ায় দু'দেশের অভিন্ন স্বার্থ বৃদ্ধির প্রক্রিয়া জড়িত। চলতি বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০ বছর পূর্তি। বিগত ৪০ বছরে চীনের সংস্কার ও উন্মুক্তকরণে জাপানের অংশগ্রহণ কখনও ভুলবে না চীন। দু'দেশের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে উভয়ের স্বার্থ ও সহযোগিতা জোরদার করা।

সিয়ে ফু চান বলেন, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার ও উভয়ের কল্যাণ চীন-জাপান সম্পর্ক উন্নয়নের মূল উপায়। দু'দেশ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বলে আশা করেন তিনি।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040