'চীনের বিভিন্ন জাতি ঐক্যবদ্ধ থাকায় সিনচিয়াংয়ে স্থিতিশীলতা বিরাজ করছে'
  2018-08-14 11:21:12  cri
অগাস্ট ১৪: চীনের সরকারি প্রতিনিধিদলের সদস্য, জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি, ও সিনচিয়াং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান কাসেল আব্দুকেরাম বলেছেন, চীনের বিভিন্ন জাতি ঐক্যবদ্ধ থাকায় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। গতকাল (সোমবার) জেনিভায় জাতিসংঘের জাতিগত বৈষম্য নির্মূল কমিটি (সিইআরডি)-র এক পর্যালোচনাসভায় তিনি এ-কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত এলাকার অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে এবং সমাজের বিভিন্ন খাতে অর্জিত হয়েছে অগ্রগতি। এর ফলে এলাকার জনগণের জীবনমানও ব্যাপকভাবে উন্নত হয়েছে। ২০১৭ সালে সিনচিয়াংয়ে মোট পর্যটকের সংখ্যা ছিল ১০ কোটি ৭০ লক্ষাধিক, যা ২০১৬ সালের চেয়ে ৩২.৪ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, ১৯৪৯ সালে সিনচিয়াংয়ের নাগরিকদের গড় আয়ু ছিল ৩০ বছর। ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৭২.৩৫ বছরে। ১৯৭৮ সালে সিনচিয়াংয়ে দরিদ্র লোকের সংখ্যা যেখানে ছিল ৫৩.২ লাখ, সেখানে ২০১৭ সালে তা কমে দাঁড়ায় ১৪.৩ লাখে। আশা করা হচ্ছে, ২০২০ সাল নাগাদ গোটা চীনের মতো সিনচিয়াংও দারিদ্র্যমুক্ত হবে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040