পাক সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ
  2018-08-14 14:56:05  cri
অগাস্ট ১৪: গতকাল (সোমবার) পাকিস্তানের সংসদের নিম্নকক্ষের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। তেহরিক-ই-ইনসাফ পার্টির সভাপতি ইমরান খান, মুসলিম লীগ (নেওয়াজ)-এর প্রধান শেহবাজ শরিফ, পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো জার্দারিসহ নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিগত সংসদের স্পিকার সারদার আয়াজ সাদিক।

সিন্ধ, বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত সদস্যরাও এদিন শপথ গ্রহণ করেন।

সংসদের নিম্নকক্ষের স্পিকার ও ডিপুটি স্পিকার আগামীকাল (বুধবার) নির্বাচিত হবেন। সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন আগামী ১৭ অগাস্ট। নির্বাচনে বিজয়ী দল তেহরিক-ই-ইনসাফ ইতোমধ্যেই ইমরান খানকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে মুসলিম লীগ ও পিপলস পার্টি যৌথভাবে শেহবাজ শরিফকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040