ফাইভ-জি নেটওয়ার্ক আসছে
  2018-08-14 15:03:40  cri

অগাস্ট ১৪: বিশ্বে ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে কৌশলগত প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে: ফাইভ-জি বা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক আমাদের জীবনে কী কী পরিবর্তন আনতে পারে?

এ-প্রশ্নের উত্তরে বলা যায়: নেটওয়ার্ক দ্রুততর হবে; ভিডিও সংলাপ, লাইভ স্ট্রিমিং, অনলাইন কেনাকাটা ও অনলাইন গেমস খেলা সহজতর হবে। তা ছাড়া, ফাইভ-জি (৫জি) প্রযুক্তি চালকবিহীন গাড়ির ব্যবহার সহজতর করবে; অনলাইন চিকিত্সা থেকে আরও বেশি মানুষ উপকৃত হবে; এবং উত্পাদনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়বে।

এদিকে একটি আইটি কোম্পানির পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত ৫জি প্রযুক্তি ব্যবহারের ফলে বিশ্বে ১২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক আউটপুট হবে। ২০২০ থেকে ২০৩৫ সাল পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৫জি'র অবদান থাকবে প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040