জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-ঘাটতি ছিল বিগত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ (অর্থ-কড়ি:৮ সেপ্টেম্বর ২০১৮)
  2018-09-08 15:50:21  cri


১. বোর্ড অব জার্মান অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারম্যান থমাস নল্টিং বলেছেন, উদ্ভাবন-প্রক্রিয়াকে এগিয়ে নিতে জার্মান ও চীনা কোম্পানিগুলো একযোগে কাজ করতে পারে। সম্প্রতি বার্লিনের কনজুমার ইলেক্ট্রনিক্স শো-এ চীনা কোম্পানি হায়ার-এর বুথ পরিদর্শনের সময় তিনি এ-মন্তব্য করেন। চীনের ছিংতাও হায়ার কোম্পানি লিমিটেড বিশ্বের শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান।

থমাস নল্টিং বলেন, জার্মানির এই প্রদর্শনীতে হায়ারের মতো চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণ তাদের নিজেদের জন্যই কল্যাণকর। এতে জার্মান ও চীনা কোম্পানিগুলো পরস্পরের কাছ থেকে জানার ও শেখার সুযোগ পায়।

তিনি বলেন, সাধারণভাবে জার্মান কোম্পানিগুলো উন্নতমানের যন্ত্রপাতি উৎপাদক এবং তাদের আছে উন্নত প্রযুক্তি। অন্যদিকে, ইন্টারনেটাসংশ্লিষ্ট পণ্য উৎপাদনের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো ইউরোপের চেয়ে এগিয়ে আছে।

তিনি আরও বলেন, উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ এবং জার্মান ও চীনা কোম্পানিগুলো এক্ষেত্রে এগিয়ে আছে। তবে, উদ্ভাবনের ট্রেন অত্যন্ত দ্রুতগতির। এর সঙ্গে তাল মিলিয়ে ছুটতে হবে। তিনি চীনা পণ্যের ভূয়সী প্রশংসাও করেন।

উল্লেখ্য, বার্লিনের প্রদর্শনীটি চলে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের ১৮১৪টি কোম্পানি এতে অংশ নেয়। এর মধ্যে এক-তৃতীয়াংশই আসে চীন থেকে।

২. চীনে গ্যাসোলিন ও ডিজেলের খুচরামূল্য বেড়েছে। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি)-র তথ্যমতে, গ্যাসোলিনের দাম বেড়েছে টনপ্রতি ১৮০ ইউয়ান এবং ডিজেলের বেড়েছে টনে ১৭০ ইউয়ান করে।

চীনের বিদ্যমান নিয়ম অনুসারে, যদি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টনপ্রতি ৫০ ইউয়ানের বেশি বাড়ে বা কমে এবং তা ১০ কার্যদিবস পর্যন্ত স্থিতিশীল থাকে, তবে গ্যাসোলিন বা ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

৩. চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েই সংযুক্ত আরব আমিরাতের অরবিট শোটাইম নেটওয়ার্কের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতা অনুসারে, হুয়াওয়েই মধ্যপ্রাচ্যে ইন্টারনেট টিভি সেবা খাতে ইউএই'র কোম্পানিটির সঙ্গে কাজ করবে।

অরবিট শোটাইম নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় বিনোদন নেটওয়ার্ক। সমঝোতাস্মারকের ফলে এই নেটওয়ার্কের বিপুল ও বৈচিত্র্যময় বিনোদন কনটেন্টের সঙ্গে যুক্ত হবে হুয়াওয়েইর বিশ্বমানের ভিডিও ক্লাউড সলুশান।

৪. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে সম্প্রতি চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাসংক্রান্ত ৪৪ নম্বর প্রস্তাব গৃহীত হয়।

প্রস্তাবে বলা হয়, ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি পরিষদ চীনের সঙ্গে অর্থনীতির ক্ষেত্রে টেকসই সমন্বয় ও সহযোগিতাকে সমর্থন করে। কারণ, বাণিজ্য, জলবায়ু পরিবর্তনের কুফল মোকাবিলা, শিক্ষা, পর্যটন, প্রযুক্তি, উদ্ভাবন ও সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা সময়ের দাবি। প্রস্তাবে চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কংগ্রেসকেও অনুরোধ জানানো হয়।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, ক্যালিফোর্নিয়া হল যুক্তরাষ্ট্রে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ও বাণিজ্যিক অংশীদার। প্রায় ২০ লাখ প্রবাসী চীনা এখানে বসবাস করেন। দৈনিক ২০টিরও বেশি ফ্লাইট ক্যালিফোর্নিয়া থেকে চীনের বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, সিআন, ছেংতু, উহান ও ছিংতাওসহ চীনের প্রধান প্রধান শহরে যাতায়াত করে। ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৫৬০ কোটি মার্কিন ডলার, যা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যের ২৭.৬ শতাংশ। চীন সরকার ক্যালিফোর্নিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্কের ওপরও অত্যন্ত গুরুত্ব দেয়।

৫. চলতি বছরে এখন পর্যন্ত ৫৬৯০০০ টন বা ৪২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে মঙ্গোলিয়া। এর মধ্যে ৪১ লাখ ব্যারেল বা ৫৫৮০০০ টন রফতানি করা হয়েছে চীনে। এতে মঙ্গোলিয়ার বিদেশি মুদ্রা আয় হয়েছে ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। দেশটির খনি ও ভারি শিল্প মন্ত্রণালয় সম্প্রতি এ-তথ্য জানিয়েছে। চারিদিকে ভূবেষ্টিত পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া চলতি বছর ৮১ লাখ ব্যারেল বা ১১ লাখ টন অপরিশোধিত তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এখন পর্যন্ত দেশটি রফতানি লক্ষ্যমাত্রার ৫০.৭১ শতাংশ অর্জনে সক্ষম হয়েছে।

৬. গেল জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-ঘাটতি ছিল বিগত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। কারণ, জুলাইয়ে দেশটিকে রেকর্ডপরিমাণ পণ্য আমদানি করতে হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগ সম্প্রতি এ-তথ্য জানায়।

বাণিজ্য বিভাগের দেওয়া তথ্যানুসারে, জুলাইয়ে পণ্য ও সেবা বাণিজ্যে ঘাটতি ছিল ৫০১০ কোটি মার্কিন ডলার, যেখানে আগের মাসে ঘাটতি ছিল ৪৫৭০ কোটি ডলার।

এ ছাড়া, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের রফতানি এক শতাংশ কমে দাঁড়ায় ২১১১০ কোটি ডলারে এবং আমদানি ০.৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬১২০ কোটি মার্কিন ডলারে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য-ঘাটতি আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি ছিল।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান অর্থনীতিবিদ মরিস অবস্টফেল্ড সম্প্রতি বলেছেন, আমদানিপণ্যের ওপর শুল্ক বাড়িয়ে বাণিজ্য-ঘাটতি কমানোর চেষ্টা সঠিক নয়। এতে বরং উল্টা ফল হতে পারে।

৭. মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের মোট সম্পদের মূল্য এক ট্রিলিয়ন মার্কিন ডলার (এক ট্রিলিয়ন=১০০০ বিলিয়ন; এক বিলিয়ন=১০০ কোটি) ছাড়িয়ে গেছে। ফলে অ্যাপলের পর আমাজন দ্বিতীয় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে 'এক ট্রিলিয়ন ডলার ক্লাবে' যোগ দিল। সম্প্রতি আমাজনের প্রতিটি শেয়ারের মূল্য বেড়ে ২,০৫০.৫ মার্কিন ডলারে উন্নীত হলে, কোম্পানিটি 'ট্রিলিয়ন ডলার ক্লাবে' প্রবেশ করে।

এর আগে অগাস্টের শুরুতে অ্যাপলের সম্পদের মূল্য এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

৮. গত বছর দক্ষিণ কোরিয়া রেকর্ড পরিমাণ ফল আমদানি করেছে। শুল্ক বিভাগের উপাত্ত অনুসারে, দেশটি ২০১৭ সালে ১২৪ কোটি মার্কিন ডলার মূল্যের ৮৩৪০০০ টন ফল আমদানি করে। এর মধ্যে শুধু কলা আমদানি হয়েছে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলারের। আমদানিকৃত ফলের ৩৮.৩ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দক্ষিণ কোরিয়ার ফল রফতানির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চিলি (১১.৬ শতাংশ) ও নিউজিল্যান্ড (৫.১ শতাংশ)।

৯. বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালিকানার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল চীনের সেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ জোট। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ-ঘোষণা দেওয়া হয়। এর আগে মালিকানার ২৫ শতাংশ শেয়ারের মূল্যবাবদ ৯৪৭ কোটি টাকা ডিএসইর ব্যাংক হিসাবে জমা দেয় চীনের জোট। পরের দিন জোটের কাছে শেয়ার হস্তান্তর করা হয়।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা সংক্রান্ত ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, চীনের দুই স্টক এক্সচেঞ্জের জোটকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেওয়া হয়। চীনের জোটটি ডিএসইর ২৫ শতাংশ শেয়ারের প্রতিটি ২১ টাকা দরে কিনে নিয়ে মালিকানার অংশীদার হয়।

১০. বন্যা, নদীভাঙন, নদী-ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য-ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি কৌশল হিসেবে বহুল আলোচিত 'বদ্বীপ পরিকল্পনা ২১০০' চূড়ান্তভাবে অনুমোদন করেছে বাংলাদেশ সরকার।

'ডেল্টা প্ল্যান' নামে বেশি পরিচিত শতবছরের এই মহাপরিকল্পনার অধীনে আপাতত ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প হাতে নেবে সরকার। এতে ব্যয় হবে প্রায় ২,৯৭,৮০০ কোটি টাকা।

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার তিন বছর আগে প্রায় ১০০ বছর মেয়াদি এই পরিকল্পনা তৈরির কাজ শুরু করে। নেদারল্যান্ডস সরকার এই পরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশকে ৪৭ কোটি ৪৭ লাখ টাকা অনুদান দেয়।

১১. রফতানি-বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ১৩৬ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-রফতানি) নির্বাচিত করেছে বাংলাদেশ সরকার। ২০১৫ সালের জন্য এসব ব্যক্তিকে সিআইপি নির্বাচিত করে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে রফতানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ৯৪ জন এবং পদাধিকার বলে ট্রেড ক্যাটাগরিতে এফবিসিসিআইয়ের ৪২ জন পরিচালক সিআইপি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্বাচিত ব্যবসায়ীদের হাতে সিআইপি কার্ড তুলে দেন।

নির্বাচিত সিআইপিরা এক বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।

(আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040