'সাংস্কৃতিক পর্যটন' তিব্বতের অর্থনীতির নতুন ক্ষেত্র
  2018-09-10 13:53:51  cri

সেপ্টেম্বর ১০: তিব্বতের অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে 'সাংস্কৃতিক পর্যটন'। গত শনিবার লাসায় অনুষ্ঠিত হয় চতুর্থ তিব্বত মেলা। এবারের মেলায় মোট ৫৪০০ কোটি ইউয়ানের ১০৮টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক পর্যটন-সংক্রান্ত চুক্তি ১৭টি; যার মোট মূল্য ১১৩০.৮ কোটি ইউয়ান। এটি মোট চুক্তি-মূল্যের পাঁচ ভাগের এক ভাগ।

এ পর্যন্ত তিব্বতের সাংস্কৃতিক পর্যটন শিল্প প্রতি বছর ৪০০ কোটি ইউয়ান আয় করেছে। যা পুরো অঞ্চলের জিডিপির ৩ শতাংশ। তিব্বত অঞ্চলের ৭টি শহরে নিজ নিজ বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক পর্যটন বেশ আকর্ষণীয়। গত বছর তিব্বত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ২.৫ কোটি ছাড়ায়। এতে ৩৮০০ কোটি ইউয়ান আয় হয়। বর্তমানে সাংস্কৃতিক পর্যটন তিব্বতের অর্থনৈতিক বৃদ্ধির নতুন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040